আমাদের কথা খুঁজে নিন

   

ধূর্ত মাকড়সাজালজগৎ

চোখের আয়নায় প্রতিফলিত সার্থকতায় অনুপ্রাণিত প্রাণ

লোকালয়ে মূর্ত যতখানি জীবনের জাগরণ তাও ইঁটচাপামৃত; ছুঁ মন্তর আর শালিখের সংসারে প্রেতকালো আধারের আস্তিনে হাস্যমুখর ছায়াসঙ্গম যৈবতী কন্যা গো ভুতে পায়_ পেটে বাড়ন্ত ছাওয়াল; দোররার হিসেব গুনে পীরে কামেল দস্তগীর। চারদিকে কলরব। যুবতীকে ঘরে নিয়ে যায় একজন। আমার খাজা মাওলানা আলখাল্লা টুপি খুলে বেহুঁশপ্রায় যুবতিকে স্বর্গের পথ চেনায়_ 'এখন সে পাপমুক্ত, আর বাধা নেই, শরীয়ায় বিয়ে হোক।' যুবতীর প্রেমিক যেন পেরেকবিদ্ধ নিথর। উপস্থিত জনতা উল্লাসে করতালি বাজায়। এতোখানি ধূর্ত মাকড়সাজালজগতে তিড়িংবিড়িং বড় হয় অপয়া নারীপথ। আর মানুষের পায়ের নিচে ধীরে ধীরে জমা হয় সুন্নতমাখা পাপী প্রচ্ছায়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.