আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে কি বিবাহ বিচ্ছেদ বেড়ে যাচ্ছে ?



অবিবাহিতরা সাবধান !!!!!!! আশংকাজনকভাবে বেড়ে যাচ্ছে বিবাহবিচ্ছেদের সংখ্যা !!!!!! ধীরে সুস্থে, ভেবে চিন্তে বিয়ে করুন !!!! গত এক মাসে প্রায় ১০-১২ টি বিবাহ বিচ্ছেদের ঘটনা জানতে পেরেছি । অধিকাংশ ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের শিকার মেয়েরা আমার পরিচিত হওয়ায় এর জন্য আমার কাছে দায়ী মনে হয়েছে ছেলেদের । এসব বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে ওরা যা বলেছে তাহলো - মাদকাসক্তি,মারধোর, অন্য মেয়ে নিয়ে মজে থাকা (ক্ষেত্র বিশেষে বিকৃত যৌন আচরণ), যৌতুকের দাবি ইত্যাদি । এই মেয়েদের মধ্যে কিছু আছে যারা এখনো পড়াশুনা করছে । আবার গার্মেন্টস কর্মীও আছে বেশ কয়েকজন ।

মা-বাবার অমতে গোপনে বিয়ে করেছে এমনও আছে দুজন । বিষয়টি ভাববার- সন্দেহ নেই । আমরা কোথায় যাচ্ছি ? গোটা দেশের চিত্রটা কেমন-সেটা আমার জানা নেই । তবে খুব একটা আশাপ্রদ নয় মনে হচ্ছে । একটি বিবাহ বিচ্ছেদে ছেলেটার কোন ক্ষতি হয় বলে জানা নেই ।

যা হবার মেয়েটিরই হয় । তবু ভালবাসা বিয়েতে (লাভম্যারেজ) মেয়েদের আগ্রহটা একটু বেশিই মনে হয়েছে । সম্পর্কের শুরুতেই মেয়েটি চাপ দিতে থাকে বিয়ে করার । ছেলেটি কেমন তা ভালভাবে বুঝার ক্ষমতাও যেন হারিয়ে ফেলে এ সময় । আবার সচেতনতার অভাবে দেন-মোহরের সুবিধাটাও তারা নিতে পারেনা ।

সব গুলো বিয়েই যে ছেলে মেয়ের পছন্দের ভিত্তিতে হয়েছে এমনটিও অবশ্য ঠিক নয় । চারটি আছে পারিবারিক বিবাহ । আমি এমন জুটিও দেখেছি যারা লিভ টুগেদার করছে । তারা বেশ আছে । সম্পর্ক চুকে গেলেও কারো কোনো আফসোস নেই (আমার জানা মতে)।

অবশ্য ব্যাপারটি জানাজানি হয়ে যাবার ভয়ে সবাইকেই তটস্থ থাকতে দেখেছি । এরা নিজেদেরকে বিবাহিত পরিচয় দিতেই সচ্ছন্দ বোধ করে বেশি । এবং অতি অবশ্যই ব্যাপারটি পরিবারে জানানো হয়না । যারা একত্রবাস (লিভ টুগেদার) করতে চান, অথচ একে পাপ মনে করেন কিংবা সমাজের ভয়ে এভাবে থাকতে পারছেন না - তারাই কি এসব বিবাহ বিচ্ছেদের জন্য দায়ী ? (আমার জানা তথ্য অবশ্য এমন কিছু বলছেনা) নাকি তারা শত চেষ্টা করেও সম্পর্কটা ধরে রাখতে পারছেননা ? পারস্পরিক অবিশ্বাসের ভিত্তিটা তৈরী হচ্ছে কিভাবে ? আমাদের সামাজিক জীবনে কি অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে ? আমরা কতটুকু সচেতন এসব ব্যাপারে ? ভাববাদ এবং বস্তুবাদের দ্বন্দ্বে বস্তুবাদের জয়ই কি এখানে ফুটে উঠছে ? আমাদের সামাজিক প্রথাগুলো ভাববাদ কেন্দ্রিক । এখানে কামনাকে রাখা হয় অবদমিতভাবে ।

অন্যদিকে আধুনিক সভ্যতার সবকিছুই যেন বস্তুবাদ কেন্দ্রিক । মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়ই আজ নতুনতর কামনা সৃষ্টির মহরত । ফলে বারবার বিপন্ন হচ্ছে আমাদের প্রথাগুলো । বিষয়গুলো নিয়ে আমাদের দেশের প্রেক্ষিত বিবেচনায় সমাজবিজ্ঞানী থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞানী সবারই ভাববার সময় এসেছে । তা নাহলে সমাজ-রাষ্ট্র আরো ভয়াবহ অস্থিতিশীলতার মুখোমুখি হবে সন্দেহ নেই ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.