আমাদের কথা খুঁজে নিন

   

ছুতে না চাওয়া ভাল লাগা


অনেক গুলো স্বৃতি এসে কড়া নাড়ে মাঝে মাঝে সে গুলো ভাল লাগার কিন্তু ধরে রাখবার মত নয়। তেমনই অনেক মানুষ আসে আমাদের জীবনে যারা অনেক ভাল লাগা নিয়ে আসে কিন্তু তাদের চলে যেতে দেই আমরা আমাদের জীবন থেকে কারন তাদের গন্তব্য অন্য কোথাও। ইন্দোসিনের বারের পাশে সবুজে নীল চোখের তাকে চোখে পড়ল..মোবাইলে কারো নাম্বারে ডায়াল করছে। বুঝলাম আমার নাম্বার..আমি তার সামনে দাড়িয়ে মাঝখানে হাটু অবধি ছোট্ট একটা দেয়াল। আমার ফোন বেজে উঠতেই সে আমার দিকে তাকাল।

আমি ফোন না ধরে মুখ গম্ভীর করে হাসবনা ভেবেও হাসি চাপতে পারলাম না। সে জেনে গেল কোনটা আমি। আহঃ হোলোনা ব্যপারটা ঠিক মত মজার। রোববারের দুপুর গুলো আমাদের সামারসেটের বাস স্টপের পাশে আইরিশ বারে বসে কাটত আমার ডিজাইন করা বাস দেখবার জন্য। বাসটা এলেই দুজন মিলে লফিয়ে উঠে নাচ শুরু করে দিতাম.... লোকজন আমাদের পাগল ভাবত আর তাতে থোড়াই কেয়ার করতাম আমরা !! কখনো শনিবারে চলে যেতাম পুলা উবিন, সাইকেল ভারা করে চষে বেড়াতাম ছোট্টো দ্বীপটা সরাদিন।

দিন শেষে খিদেয় যখন নাড়ি ভুড়ি হযম হবার জোগার তখন পাগলের মত ঝাপিয়ে পরতাম সি ফুডের কোন দোকানে। খাবার পেটে যাবার আগে কেউ কারো সাথে কথা পর্যন্ত বলতে পারতাম না খিদেয়, এমনকি কি খাচ্ছি তাও অনেক সময় জানতাম না। খাবার শেষ করে দুজনে হেসে মরে যেতাম নিজেদের কাহিল অবস্থার কথা মনে করে। পুল খেলতে গিয়ে আমি যখন গায়ের জোড়ে বল ফেলবার চেষ্টা করছি আর একটাও বল ফেলতে পারছিনা ও তখন আমাকে কায়দা শেখাবার চেষ্টায় ক্লান্ত হয়ে অবাক হয়ে সবুজ চোখে আমার দিকে অদ্ভুত ভাবে তকিয়ে ভাবছে আমি এত গাধা কেন...আর ওর ঐ তাকানো দেখে আমি হাসতে হাসতে মরি। আমার চুলের প্রসংসা সে সবসময় করত!! একদিন তাকে ফোন করে বললাম আমি মাথা শেভ করে ফেলে বল্ডি হয়ে গেছি।

সে যে কি এক্সাইটেড হয়ে গেল!! ভাবল সত্যি আমি তাই করেছি!! আমার বল্ড মাথা দেখবার জন্য পাগল হয়ে গেল। গাধাটাকে আমার বল্ড মাথা দেখাবের জন্য তো আর আমি আমার মাথা শেভ করতে পারিনা তাই পুরো পাকিস্তানি চুমকি দেয়া ঝকমারি ড্রেস পরে ওড়না দিয়ে মাথা মুখ ঢেকে হজির হলাম। আমাকে দেখে সে এতই হতবাক যে কিছুক্ষন কথাই বলতে পারলনা। অনেক সময় লাগল তার নরমাল হতে। সেদিন গভীর রাতে সে ফোন করে জিঙ্গেস করল " আজ তুমি যেটা পড়লে সেটা কি জিনিস, ওটার নামটা কি, আমি জীবনে এত অবাক হইনি কোন কিছু দেখে, তোমার মাথা শেভের চাইতেও অবাক ব্যপার" জানতে চাইলাম "এই জানবার জন্য ফোন করলে?" বলল "হ্যা" হাসব না কাদব বুঝতে পারলাম না!!! কখনো রাস্তা চলতে চলতে যদি গুন গুনিয়ে আমি "লেডি" গানটা গেয়ে উঠি ও হাত বাড়িয়ে আমাকে ধরে নাচতে শুরু করে দেবে।

ওকে নিয়ে গেলাম আমার নাচের ক্লাসে। সবুজ চোখে পলক না ফেলে অবাক হয়ে দেখতে থাকল আমাদের নাচ। যেন মহা সিরিয়াস একটা ব্যপার সে দেখছে!! ফ্রাইডে নাইটে আমাদের সময় কাটতো ক্লার্কি, বোটকি আর আরব স্ট্রিটের মানুষ আর এরাবিয়ান নাচ দেখে। এরাবিয়ান বেলি ডান্স দেখে তার সবুজ চোখ ঘোলা করে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে জিঙ্গেস করল "এটা আবার কি" আর আমি আমার সাধ্য মাত বাদড়ামী মার্কা জবাব দিতাম। তাকে হিন্দু টেম্পলে নিয়ে গেলাম।

সে এতই অবাক হলো যে আধা ঘন্টা কোন কথা বলতে পারল না। এর পর শুরু হলে তার প্রশ্নের পর প্রশ্ন। আমি আমার ফুফুর কাছে শোনা সব মহাভারতে গল্প গুলো বলতে থাকলাম ভুল শুদ্ধ ভাবে...সে আমার জানার পরিধি দেখে সবুজ চোখ ঘোলা করে অবাক হয়ে তাকাত। খুব মায়া হতে তা দেখে। একদিন ঠিক করলাম ওর সাথে আর দেখা করব না।

ওকে এস এম এস করে তা জানালাম। সে ভিষন অবাক হলে, কিন্তু কিছু বলল না। অনেক সময় আমারা জানি অনেক ভাল লাগা ভাল লাগতে নেই! অনেক কিছু ছুতে ইচ্ছে করলেও ছুতে নেই। দুর থেকে তাকে দেখা ভাল। কিছু মানুষকে শুধু বন্ধুত্বের ভেতরই রাখতে হয় সুন্দর স্বৃতি গুলোকে সুন্দর রাখবার জন্য।

আমরা দুজন একই শহরে বাস করি। তার বাড়ির উপর দিয়ে আমার প্রায়ই যাওয়া হয়। তবু কেউ কাউকে দেখিনা। ভাল লাগা স্বৃতি গুলো মাঝে মাঝে মনে ভির করে, নিজের মনেই হাসি ভাল লাগায় তবু তা ছুতে চাইনা।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.