আমাদের কথা খুঁজে নিন

   

সুখী জীবন দশ হাজার বছর দীর্ঘ হবে



সুখী জীবন দশ হাজার বছর দীর্ঘ হবেঃ আপনারা চীনের কন্ঠ শিল্পী থাং ছেনের গাওয়া 'সুখী জীবন দশ হাজার বছর দীর্ঘ হবে' গানটি শুনছেন। এ গানের কথা লিখেছেন সিয়াও তুং। সুর দিয়েছেন ফু কে। গানে প্রাণবন্তভাবে সুন্দর প্রেম ও সুখী জীবনের কাহিনী বর্ণনা করা হয়েছে। গানের কথা এমন, 'সতেজ ফুলে ভরা একটি ছোট নৌকা বেয়ে বাজারে যাচ্ছি।

নৌকায় আমি ভাবনায় মগ্ন। নদীর পানি কাঁচের মত স্বচ্ছ। ফুলের সুগন্ধ চার দিকে ছড়িয়ে যাচ্ছে। আমি এ সব সতেজ ফুল বিক্রি করার পর নতুন কাপড় কিনবো। নতুন কাপড় পড়ে কত আনন্দ পাবো।

আমি নৌকা বাই আর বড় ভাই মাছ ধরে। নৌকা মাছে ভরে যায়। বড় ভাই আমার নৌকার ওপাশে বসে আছেন। আমরা অস্তগামী সূর্য ও নদীর স্রোত ধারার দৃশ্য উপ ভোগ করি। আমাদের প্রেম নদীর পানির মতোই দশ হাজার বছর দীর্ঘ হবে।

' থাং ছেন চীনের লোকসংগীত মহলের একজন জনপ্রিয় ও দক্ষ কণ্ঠ শিল্পী। দশ বছরেরও বেশি সময় ধরে তিনি লোকসংগীত ও পপ সংগীতকে একীভূত করে সক্রিয়ভাবে গান গাওয়ার নতুন পদ্ধতি অন্বেষণের চেষ্টা করেছেন। তিনি মনে করেন, একজন পেশাগত শিল্পী হিসেবে নিজের বৈশিষ্ট্য গড়ে তোলা খুব গুরুত্বপুর্ণ। এর জন্য তিনি চীনের বিখ্যাত সুরকার ফু কেকে 'সুখী জীবন দশ হাজার বছর দীর্ঘ হবে' এ গানের সুরকার হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন। ফু কে এ গানের মধ্যে অনেক আধুনিককালের অনেক ইলেকট্রনিক পদ্ধতির মিশ্রণ ঘটিয়েছেন এবং গানকে ছন্দোবদ্ধ ও আকর্ষণীয় করে তোলার পাশাপাশী এক রহস্যময় ভাবও সৃষ্টি করেছেন।

২০০২ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের বসন্ত উৎসবের অনুষ্ঠানে থাং ছেন 'সুখী জীবন দশ হাজার বছর দীর্ঘ হবে' শিরোনামের গানটি গাওয়ার পরপরই অসংখ্য দর্শকদের মুগ্ধতার সঙ্গে তাকে গ্রহণ করে। এর পাশাপশি নতুন লোকসংগীতগুলোও সারা চীনে জনপ্রিয় হয়ে ওঠতে থাকে। থাং ছেন বলেছেন, 'সুখ হচ্ছে প্রতিটি মানুষের স্বপ্ন ও প্রত্যাশা। এ গান সকলের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং বর্তমান যুগের সঙ্গে সংগতিপূর্ণ। এ গানের সুর সহজ ও দ্রুত শ্রোতাদের মন ছুঁয়ে যায়।

ফলে এ গান প্রচারের পর সাত আট বছর পেরিয়ে গেলেও এখনো তা শ্রোতাদের কাছে পছন্দনীয়। '

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।