আমাদের কথা খুঁজে নিন

   

ঝরাপাতার চিঠি

পরে বলি

শীত চলে যাচ্ছিল, এটা বসন্ত এর জন্য সুখবর কিন্তু শীত এর উপর মায়া পরে গেছিল তো,তাই ঝরাপাতার জন্য একটা চিঠি লিখে রেখেছিলাম। বসন্তে পোষ্ট করব বলে। বসন্ত ও প্রায় শেষ ভাবলাম --- পোষ্ট করে দেই, সময়মত বুঝি কিছুই করা হলো না এটাই দুঃখ। প্রিয় ঝরাপাতা - আজ বিদায় এর দিন ক্ষমা কোরো , তোমার রুক্ষতাকে মানতে পারিনি আমি আপন করতে পারিনি তোমার মলিনতা , বুঝিনি কি আবেগ নিংড়ে দিয়েছিলে আমায় কেন সবুজ হারিয়ে তুমি হয়েছিলে নিঃস্ব ? অপমান সয়ে পথিকের পায়ে প্রতিদিন ঢাল হয়ে ঠেকিয়েছ কত উত্তরের হিম। তবু ও তোমায় আপন করিনি আমি , বরং জঞ্জাল বলে দিয়েছি বিদায়। ঝরাপাতা তুমি কেঁদো না , যাবার বেলায় মুখ লুকিয়ে থেকো না। তুমি আমার বন্ধু হয়ো- শুধু আমার জন্য হলে ও তুমি আবার বছর ঘুরে এসো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।