আমাদের কথা খুঁজে নিন

   

ঝরাপাতার অভিলাষ

আমি কবিতা পছন্দ করি । আমার লক্ষ্য কবিতা ছিল না কিন্তু কবিতা আঁকড়ে বাঁচি ।

আমাদের সেই সময় আজ সমুদ্রে বিলীন যে স্বপ্ন বুনেছিলে রঙধনুর রঙে- তাও আজ সমুদ্রগর্ভে । কালের সাক্ষী কেবল নীলকাশ তোমার কস্টগুলো তারা হয়ে জ্বলছে নিরন্তর তোমাকে শুদ্ধ রাখতে গিয়ে চাঁদে জন্মেছে কলঙ্কের পাহাড় । ভেজা কাকের আর্তনাদে নষ্টস্মৃতি নড়ে ওঠে বুকের ভেতর বর্তমান থেমে গেছে ভবিষ্যতের ভাঙা সাঁকোয় দাঁড়িয়ে । বাতাস কুমন্ত্রনা দেয় মেঘকে নিষেধের দেয়াল ভাঙার অভিলাষে । ঝরাপাতার শব্দে ০ঝরে পড়ে আকাঙ্খার সপ্তসুর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।