আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে পুরোন

পরে বলি

মনে সাধ একদিন পাগল হব চেনা মনুষের মুখে থাকবে অচেনা ভাষা দুপায়ের শিকলে বাজবে রিনঝিন, মায়ের চোখে টলমল করবে পানি, বোনের উদাস দৃষ্টিতে হতাশার ঢেউ আর আমি- আমি স্বাধীন হব। পথের ধুলো তখন আপন হবে খুব পোড়া ডিজেল কালো করবো দুহাত, সূর্যের চোখে চোখে আড্ডা হবে দুপুরে বৃষ্টির ফোটার সাথে ডাংগুলি খেলা, মন ভিজে মিশবে পথের পানিতে আর আমি- আমি শুদ্ধ হবো। জামা পুড়িয়ে আগুন করবো রাতে রক্তাত্ত ঠোটে ও তুমি দেখবে আমার হাসি ভালবাসা সামনে এলে - তোমায় ভালবাসি, ফুটপাথে বসে চিবাবো কৃষ্ণচুড়ার ফুল, আর আমি - আমি বসন্ত হবো ঘুম ঘুম চোখে স্বপ্ন নিয়ে বেচেঁ থাকা প্রিয় পথের ধ্যানে কাটবে পুরোটা বিকেল সবচেয়ে সুখী গাছটার হিংসে হবে খুব আর আমি – আমি ছবি আকবো ধুলোর বুকে হাসবে তুমি অমলিন। প্রতি রাতেই আমি প্রস্তুত হই প্রার্থনা করি নিবিষ্ট মনে – হে ঈশ্বর আমায় পাগল কর, কোন এক নিঃসংগ ভোরে পাখিরা জানবে আমি সত্যিই পাগল হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.