আমাদের কথা খুঁজে নিন

   

হ্যা আমি ফেইসবুকার । (যারা অচিকীর্ষু লৌকিকের চেলা চামুন্ডা,এড়িয়ে যান।আপনার চুলকানি চুলকাইতে পারুম না।)

হারব বলে আসিনি,কাঁদব বলে হাসিনি

হ্যা আমি একজন আম ফেইসবুকার। কিন্তু তোমাদের মত নির্লজ্জ বেহায়া বেশরম ফেইসবুকের তথা কথিত সেলিব্রেটি নাহ । হ্যা আমি হয়ত ফেইসবুকে তোমার চাইতে লাইক কম পাই,কিন্তু আমি লাইক পাওয়ার জন্য লিখি না । তোমার লাইক ধুইয়া তুমি পানি খাও। লাইকের ব্যবসা কর তাতে আমার কিছু আসে যায় না ।

কিন্তু গায়ে বাংলাদেশীর লেবেল লাগিয়ে গোপনে দালালী করবা তা সহ্য করব না । ফেইসবুকে সামনা সামনি ভালমানুষী দেখিয়ে ম্যাসেজে মেয়েদের কে সেলিব্রেটি বানাবার প্রলোভন দেখাইয়া বিয়া করার প্রস্তাব দিবা তা সহ্য করব না । চুলের সেলিব্রেটি দিয়ে এই দেশ ভরে গেছে। এগুলারে লাত্থি দিয়া দেশ থেকে তাড়াইতে হবে। একটা কথা কউ,এই চুল নিয়া কি চুলটা ফেলতে পারবা তোমরা ? আমি শ্রদ্ধা করি তাদেরকে যারা ফেইসবুকে চুল না ফেলে বাস্তবে কিছু করে দেখায় ।

তোমার মত চুলের সেলিব্রিটির চাইতে যেই লোকটা কষ্ট করে ময়লার ডাস্টবিন পরিষ্কার করতেসে,সে বেশি উন্নত । কারণ হি ইজ সার্ভিং আ পারপাস। দেশ পরিষ্কারে অংশ নিতেসে । তোমার মত চুলের সেলিব্রিটীদেরকে ডাস্টবিনে ফেলে দিলে আরো ভাল পারপাস সার্ভ করতে পারত। নিজের কভার ফটো তে আমরাই তো বাংলাদেশ লাগিয়ে কি নিজেকে খুব বাংলাদেশি ভাবা শুরু করছ? এই কথাডা বলা উচিত সেই রহিম চাচার যিনি রিকশা চালিয়ে সৎ ভাবে নিজের উপার্জন দিয়ে রাত্রি বেলা বউয়ের সাথে সাংসারিক আলোচনা করেন ।

এই কথাডা বলা উচিত,পোলার পড়ালেখার জন্য যে রিকশাওয়ালা তার প্যসেঞ্জারের কাছ থেকে পয়সা সংগ্রহ করে । এই কথাডা বলা উচিত সেই দেশ প্রেমিকের যে তোমার জন্মের বহু আগেই তোমার মত চুলের সেলিব্রেটিদের জন্য একটা দেশ দিতে গিয়ে মারা গেছেন । যাদের দেশে বসে বসে আমরা বাংলাদেশী বলে ফাল পারতেসো । তোমার মত সেলিব্রেটির তো এই দেশের দরকার নাই । দরকার তো ওদেরকে,যারা দেশের কাজে আইতাসে ।

ফেইসবুকে দুই চাইরটা বড়ো বড়ো কথা বলা ছাড়া কোন চুলটা তুমি ফালাইছ শুনি?ফেইসবুকে চুল ফালাইতে আসবা না,একদিন ধরা খাইয়া যাইবা । তোমার মুখোশ উন্মোচনের পোস্ট টা পড়ে সব বুইঝা গেছি তোমার কাহিনি । লুইচ্চামি করো? ফেইসবুকের ধন হইয়া গেসো??? তোমারে নিয়া দায়িত্ববান নাগরিকের কউয়া একটা কথা কই, ''ফেসবুকে কিছু আকাইম্যা সেলিব্রেটি আছে তাদের স্ট্যাটাস এমন আজকে অফিসে যাওয়ার পথে এই সেই.. গতকাল রাতে স্বপ্নে দেখলাম..হাহা.... এইসব গাজাখুরি লিখে কিছু অন্ধ ফ্যান ফলোয়ার ম্যানেজ করে যখন লাইক পাওয়া শুরু করে হাজারখানেক, তখন নিজেকে ফেসবুকের ডন ভাবা শুরু করে। '' হ তুমি ত ফেইসবুকের ধন ই । এমন আবাল চোদা(এই জায়াগায় *** ইউজ করতে পারতাম ।

কিন্তু আমি যা বুঝাইতে চাইতেসি তা যে পড়তেসেন তিনিও বুঝতেসেন,আমিও বুঝতেসি। কাজেই *** দেয়া বাতুলতা । )মানুষ বাংলাদেশে একটাই । আইলা ভিউ আমার বালটা। চুতিয়ার বাচ্চা দিয়া দেশ ভইরা যাইতেসে।

যতবার আমি পোষ্টা পড়ি ততবার তোমার প্রতি ঘৃণায় আমার মেজাজ গরম হয়ে যায় । ভাবতেই অবাক লাগে তোমার মত লোউ কিক রে আগেই কেন কিক দিয়া আমার ফ্রেন্ডলিস্ট থেকে বাইর করি দেই নাই । ব্ল্যাক মেইলিং তোমার ব্যাক সাইড দিয়া বের করা দরকার। তোমার আসল নামটা যেমন খ্যাত,তুমি মানুষটাও তেমন খ্যাত । তোমার চিকিৎসা দরকার ।

দায়িত্ববান নাগরিক আসলেই একটা ভাল কাজ করসে । তার পোস্টের লিঙ্ক টা তাই লেখার শেষে দিয়া দিতেসি , link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।