আমাদের কথা খুঁজে নিন

   

থমকে থাকা জীবন

শীতনিদ্রা

ব্লগিং করে যে মানুষ কি মজা পায় - এমন একটা ধারণা আমার বরাবরই ছিল যার কারণে ইংরেজি বা বাংলা কোন ব্লগেই কোনদিন রেজিস্ট্রশন তো দূরে থাক, ভিজিটর হিসেবেও ঢুকি নাই। সেই আমি ৪ মাস ধরে প্রতিদিন নেটে ঢুকলেই সামহোয়ারে ঢুকি, এমনকি ফেইসবুক টেইসবুক এও ঢোকার আগে। বলাই বাহুল্য সামহোয়ারই এ একমাত্র ব্লগ যেটায় আমি রেজিস্ট্রেশন করেছি। নিজ নামে লিখতে ভাল্লাগেনা তাই অন্য নামে লিখি। পড়ি।

ব্লগিং এর ধারণাটাই পাল্টে গেল! যেই সামহোয়ারে আমি নেটে ঢুকলেই একবার ঢু মেরে যেতাম সেই সামহোয়ারেরে এখন এই অবস্হা? জীবনে কোনদিন কল্পনাতেও ভাবিনাই! আমি যে খুব একটা পোস্টাই তা না। টেকনিকাল জিনিসপাতি নিয়ে মাঝে মধ্যেই পোস্ট দেই। সেই আমি এখন চাল ডাল রান্নাবান্না নিয়া পোস্ট দিচ্ছি, গোসল করা নিয়ে কমেন্ট করছি, কে কখন ঘুম থেকে উঠল তাতে প্লাসাইতেছি। কতৃপক্ষ বরাবরই সবকিছু কমার্শিয়ালি চিন্তা করবে এটাই স্বাভাবিক। ব্লগার আসবে, যাবে।

তা নিয়ে কতৃপক্ষের কোন চিন্তা নেই। আজকে ৩০০ অনলাইন, দুদিন পর ৬০০ অনলাইন হবে। এটাই ওয়েব জগতের নিয়ম। কিন্তু চিন্তা করুন যেই ভালো ব্লগারগুলো আজকে ব্লগ থেকে চলে যাচ্ছে, চাল-ডাল-লবণ-মরিচ নিয়ে পোস্ট দিচ্ছে তাদের নিয়ে আরো স্ট্রং কমিউনিটি গড়ে তোলা যেত না? কতৃপক্ষ নিশ্চয়ই লক্ষ করেছেন কয়েকদিন ধরেই ভালো পোস্ট দেয়া আর ভালো পোস্টে কমেন্ট দেয়ার হার কতটা কমেছে। আমার নিজের মাথাতেও পোস্ট কিলবিল করছে, কিন্তু আমার পরিচিত ব্লগাররা থেকেও নাই, আমি কাদের জন্য পোস্ট দেব? আমি বরাবরই গালিবাজি/ধর্মবিদ্বেষের বিপক্ষে।

তাই এদের ধরে ধরে ব্যান করলে কারো কোন আপত্তি থাকার কথা না। কিন্তু যাই করা হোক, করতে হবে স্বচ্ছভাবে। ব্যান করা হোক, তাই বলে ব্লগ বাতিল ন্য়। লেখকের সৃষ্টিকে ধ্বংস করার অধিকার কারো নেই। এটা আমার শেষ পোস্ট হলেও কোন সমস্যা নেই।

যদি পোস্ট করতেই না পারি তাহলে সবুজ বাতি জ্বালিয়ে নামসর্বস্ব ব্লগার থাকার দরকার নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।