আমাদের কথা খুঁজে নিন

   

থমকে যাওয়া সময়

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি।

টিক টিক টিক
হঠাৎ করে,
বন্ধ হয়ে গেলো ঘড়ির কাটা,
থমকে গেলো সময়,
স্থির এ ধরণী,
মৃত্যুপুরীর নীরবতা,
চারিদিকে।


মস্তিষ্ক চলমান ,
দেহ অবশ,
বিরাজ করছে ,
দেহের মধ্যে অদ্ভুত এক অস্থিরতা,
প্রানের অভাব,
থমকে আছে জীবকুল।

টিক টিক টিক
ঘড়ির কাঠা আবারো ঘুরছে,
আবারো প্রান ফিরে পেল সময়,
উল্লাস হচ্ছে চারিদিক,
আনন্দধ্বনি হচ্ছে ,
বিরাজ করছে আনন্দ,
অবশেষে পৃথিবী ফিরে পেল তার রুপ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।