দাগ খতিয়ান নাইতো আমার/ঘুরি আতাইর পাতাইর...
কবি পুলিন রায় সম্পদিত সাহিত্যের ছোটো কাগজ 'ভাস্কর'। নানা চড়াই উৎরাই পেরিয়ে বই মেলা উপলক্ষে এর আটারতম সংখ্যা প্রকাশিত হয়েছে। পাওয়া যাচ্ছে বইমেলার লিটলম্যাগ চত্বরে। চাররঙ্গা প্রচ্ছদের ৭ ফর্মার এই কাগজটির মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
অতীতের অন্য সবক'টির চেয়ে এই সংখ্যা পরিধি, বিষয়-বৈচিত্র, শিল্পি সব্যসাচী হাজরার আকর্ষণীয় প্রচ্ছদসহ বিভিন্ন কারণে লিটলম্যাগ গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
এপার-ওপারের নব্বই ও শূন্য দশকের কবিতা, একজন প্রতিশ্রুতিশীল অতিতরুণ লেখকের পান্ডুলিপি ও গদ্য, প্রবন্ধ, গ্রন্থালোচনা ও জম্পেস পাঠ-প্রতিক্রিয়া এই সংখ্যায় স্থান পেয়েছে।
কবিতা লিখেছেন মুজিব মেহদী, হেনরী স্বপন, মোস্তাক আহমাদ দীন, মুজিব ইরম, আকমল হোসেন নিপু, তৈমুর খান, পুলিন রায়, সেজুল হোসেন, তারিক টুকু, সজল সমুদ্র, বিপাশা মণড্লসহ ১৮ জন কবি। প্রবন্ধ লিখেছেন খোন্দকার আশরাফ হোসেন, কামরুল হাসান, স্বপন নাথ, শিমুল মাহমুদ, সৌমিত্র দেব, সিদ্ধার্থ শংকর ধর।
ভাস্করের দশম সংখ্যা থেকে তরুণতম প্রতিশ্রুতিশীল লিখিয়েদের উপস্থাপন করা হচ্ছে। এই সংখ্যায় কবিতার উঠোনে নতুন অশ্বারোহী, সৃজনশীল প্রতিভাধর কবি হাসান আওরঙ্গজেবকে উপস্থাপন করা হয়েছে।
তার কবিতার পান্ডুলিপি '' লাইলাকের স্মৃতিকথা'' ও ভিন্ন গদ্য '' ক্রন্দন ও অনুবর্তনের দায়'' ছাপা হয়েছে। একজন অতি তরুণ হিসেবে এই কবি কবিতা ও গদ্যে তার সম্ভাবনার ডালপালা ছড়ানোর চেষ্টা প্রতিফলিত হয়েছে।
কবি পুলিন রায় সম্পাদিত ''ভাস্কর'' প্রকাশিত হয়ে আসছে টিলাগড় সিলেট থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।