আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতির অবগাহন

মনের খোলা জানালয় কত আলো কত রঙ, খেলা করে চুপি সারে, আসে যায় কড়া নাড়ে ... ...

ত্রিমাতৃক জগতের চিরচেনা পৃথিবী দৈঘ্য-প্রস্থ-উচ্চতার মাপজোকের বাইরে দাড়িয়ে প্রাপ্তি আর অপ্রাপ্তির অনিশ্চিৎ সীমানা গুডিয়ে চতুর্মাতৃক ভালবাসার সুগভীর জগৎ থেকে স্থির সময়ের ক্ষেত্রে অতলান্ত বিলীন আমার অনুভূতি। মাঝে হাজার বছর কেটে গেছে তোমার সৌর-জগতে অনিশ্চিৎ মহাজাগতিক মহালম্ফে তোমার সামনে দাড়িয়ে আজ। । পৃথিবী বদলে গেছে, বদলে গেছে চির চেনা সব মুখ নতুনের জয়ধ্বণি প্রাচীন পাথুরে প্রাচীরে ভাঙা-গড়ার নিয়মিত রোজনামচার মাঝে আমি খুজে ফিরি হারিয়ে যাওয়া তোমায় বহুদিনের অননুরিত স্মৃতি কোষের অরণ্যে।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।