আমাদের কথা খুঁজে নিন

   

পুনঃ পুনঃ পোস্ট

হাতের লেখা ভালো, চেহারা ভালো না

যে কারনেই হোক ইন্টারে আমার জিপিএ আসে কম। পরীক্ষার সন ২০০৩্। এরপর অনার্সে ভর্তি হই। যখন আমি অনার্স ২ বর্ষে আসি তখন হঠাৎ করে ডিসিশন নেই যে ইন্টার পরীক্ষা আবার দেব, জিপিএটা বাড়ানো দরকার। মিনিমাম এ মাইনাসটা না হলে হয়-ই না। সেই মোতাবেক আমি টেকনিক্যাল বোর্ড থেকে ২০০৭ এ ইন্টারে ৪.২৪ পেয়ে উত্তীর্ণ হই। প্রথম বারের ইন্টার ২০০৩, দ্বিতীয়বারের টা ২০০৭, এবং বর্তমানে আমি অনার্স ফাইনাল ইয়ার। এখন প্রশ্ন হচ্ছে কোথাও যদি আমি আমার সিভি জমা দিতে চাই এবং সে ক্ষেত্রে আমি কী আমার দ্বিতীয়বারের ইন্টারের সার্টিফিকেট সো করতে পারবো? বিষয়টা আমার জানা খুবই জরুরী। জানা থাকলে অবশ্যই জানাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।