আমাদের কথা খুঁজে নিন

   

প্যারাসিটামল বনাম আইবুপ্রুফেন



গর্ভাবস্থায় একজন মারে ঠিক কতটুকু বা কি পরিমান সেক্রিফাইস করতে হয় আর একটা হালকা নমুনার মুখামুখি হইলাম রিসেন্টলি। অনেকেই হয়ত জানেন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কনসিভ থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব রকম অষুধ খাওনই এক কথায় হারাম। এতে কইরা বাচ্চার এইটা বা সেইটা হইতে পারে বইলাই এইসব অষুধ এমনকি ব্যাথ্যার অষুধও খাওন নিষেধ, বিশেষ কইরা প্রথম আর শেষ তিনমাস। ব্যাথার ওষুধ বলতে আমি প্যারাসিটামল আর ক্লোফেনাক (বিশেষ কইরা হাড্ডির ব্যাথার জন্য)-রেই চিনি বা জানি, কিন্তু নারী মহলে আইবুপ্রুফেন ব্যাপক পরিচিত এবং উপকারী একটা অষুধ। কিন্তু গর্ভাবস্থায় এই ওষুধ নাকি না খাওয়াই ভাল বিশেষ কইরা প্রথম ৮-১২ সপ্তাহ আর শেষের তিন মাস।

এই ওষুধ শেষের দিকে খাওনের ফলে বাচ্চার হার্টে রক্ত চলাচলা বাধা দিতে পারে যার ফলে বাচ্চার ব্যাপক ক্ষতি এমনকি মারাও যাইতে পারে। কিন্তু প্যারাসিটামল নিয়া সেই রকম কোন নাকি বিপদ নাই এবং ব্যাথ্যা বা জ্বরের কারণে এইটাই নাকি সব থিকা নিরাপদ ওষুধ এই সময়ে। যদিও এইটা নিয়া নাকি বিতর্ক আছে। গতকাল এইরকম এক মারে দেখলাম প্রবল মাথা ব্যাথায় কষ্ট পাইতেছে কিন্তু কোন ওষুধই খাইতেছেন না। দুপুর থেকে এই ব্যাথা নিয়া বইস্যা ছিলেন, ঘর অন্ধকার কইরা শুইয়াও ছিলেন কিন্তু কোন লাভ কয় নাই।

অবশেষে দীর্ঘ ৬-৭ ঘন্টার যুদ্ধের পরে প্যারাসিটামলের কাছেই আত্মসমর্পন করতে বাধ্য হইলেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.