আমাদের কথা খুঁজে নিন

   

প্যারাসিটামল কমাতে পারে শিশুর মস্তিষ্কের ক্ষমতা

জ্বরের জন্য কার্যকরী ও সুরক্ষিত ওষুধ হিসাবে সারা বিশ্বেই প্যারাসিটামলের সমাদর। কিন্তু সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, প্যারাসিটামল শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক ক্রমবিকাশে বাধা দেয়। শুধু তাই নয়, গর্ভস্থ ভ্রূণের মস্তিষ্কের বিকাশেও ভয়াবহ ভূমিকা রাখতে পারে প্যারাসিটামল।

উপসালা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১০ দিন বয়সি কিছু ইঁদুরের উপর প্যারাসিটামল প্রয়োগ করে দেখেন, পরিণত বয়সে ইঁদুরগুলোর ব্যবহারে অসামঞ্জস্যতা দেখা যাচ্ছে। এমনকি ইঁদুরগুলোর স্মৃতি শক্তিও হ্রাস পেয়েছে।

গবেষকদের দাবি, শিশু বা ভ্রূণ অবস্থায় মস্তিষ্কের বিকাশের সময় প্যারাসিটামলের প্রয়োগ মস্তিষ্কের পরিণত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এমনকি প্রাপ্তবয়সেও থেকে যেতে পারে এর প্রভাব। সামগ্রিক বুদ্ধিমত্তা (আইকিউ) কম হওয়ার সম্ভাবনাও থাকে। তাই শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্রয়োগের ব্যাপারে বাবা-মাকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন গবেষকরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.