আমাদের কথা খুঁজে নিন

   

আলবদর বাহিনীর তালিকা

পরাজিত হতে হতে আমি উঠে দাড়িয়েছি এবার ফিরে যাবো না খালি হাতে, স্তব্ধতা আর সৌন্দর্যের পায়ে পায়ে এগিয়ে যাই যে কবি সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না ।

আলবদর বাহিনীর তালিকা সৌজন্যে ডা: এম এ হাসান , আহবায়ক ,ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা: আনিসÑ আল-বদর ময়মনসিংহ জেলা: আশরাফুজ্জামান- আলবদর বাহিনীর প্রধান মোঃ নুরুল ইসলাম-আল-বদর প্রধান আল-বদর কমান্ডারÑ ক্বারী আব্দুল কাদের আল-বদর-মো: আবুল বাশার (বাসায়েত) আল-বদর কমান্ডার Ñ সুরুজ আলবদরÑ জুলু আল-বদর Ñ জি. এম. এনামুল হক, আল-বদর মাওলানা জুবাদেয় আলী আল-বদরÑ কাজী মইনউদ্দিন আল-বদর-মো: ফয়জুল বারী আল-বদররের জেলা ডেপুটি কমান্ডারÑমাকসুদ আল-বদরÑমাওলানা আব্দুস সামাদ আল-বদরÑমো: আব্দুস সামাদ আল-বদরÑআ: কুদ্দুস মহুরী আল-বদরÑমো: আশরাফ আলী আল-বদরÑ মওলানা এরশাদ উল্লাহ আল-বদরÑ মওলানা আবুল কাশেম বালিয়া আল-বদরÑ মাওলানা দৌলত আলী আল-বদরÑ গিয়াস উদ্দিন আশরাফ হোসেন, ইসলামী ছাত্রসংঘ, ময়মনসিংহ শামছুল হক, সভাপতি, ইসলামী ছাত্রসংঘ, ঢাকা ফুলবাড়িয়া থানা আল-বদরÑ এনামুল হক আল-বদরÑ মৃত জুবেদ আলী আল-বদরÑ মৃত মাইনউদ্দিন আল-বদরÑ আক্কাস আলী আল-বদরÑ নূরুল ইসলাম আল-বদরÑ হানিফ উদ্দিন আল-বদরÑ রহমত উল্লাহ আল-বদরÑ আয়েন উদ্দিন আল-বদরÑ মোফাজ্জল হোসেন শেরপুর জেলা মোঃ কামারুজ্জামান আল বদর বাহিনীর ডেপুটি চিফ অব কমান্ড জয়নাল Ñআল-বদর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শাহজাহান চৌধুরীÑ আলবদর বাহিনীর রূপকারদের মধ্যে অন্যতম আনোয়ার হোসাইন Ñআল বদর বাহিনীর অন্যতম রূপকার ও কর্নধার (সাংবাদিক আলবদর বাহিনীর অন্যতম প্রধান সদস্যদের মধ্যে একজন। কামরান, আল-বদর বাহিনী সৃষ্টির অন্যতম রূপকার শেরপুর সদর জয়নাল, শেরপুর টাউন, শেরপুর মোঃ কামরুজ্জামান, পিতা-ইনসান আলী, গ্রাম-কুমরি (মুদিপাড়া), পোঃ+ইউনিয়নÑবাজিতখিলা, থানা- শেরপুর ফুলবাড়িয়া থানা আলবদর-মাওলানা জুবাদেয় আলী, গ্রাম-জোরবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া, ময়মনসিংহ আলবদর-জি. এম. এনামুল হক, গ্রাম-জোরবাড়িয়া আলবদর-রিয়াজ উদ্দিন, গ্রাম-ভালুকা, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ আলবদর-কাজী মউদ্দিন, গ্রাম-চৌদার, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ আলবদর-মো: ফয়জুল বারী, গ্রাম-ফুলবাড়িয়া, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ আলবদর-মাকসুদ, পিতা-মৃত মাহমুদ আলী, গ্রাম-বইলজান, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ আলবদর-আ: কুদ্দুস মহুরী, গ্রাম-দণিপাড়া, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ গফরগাঁও থানা আলবদর-মৃত মাওলানা রিয়াজ উদ্দিন, গ্রাম-অললী, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ। জামালপুর জেলা আলবদর-মো: আশরাফ হোসাইন-আল-বদর বাহিনীর চীফ অফ কমান্ড বা আল-বদর প্রধান আলবদরÑআব্দুর সাত্তার (নূরুল) পিতা- ময়েজ মন্ডল, সাং-জঙ্গলপাড়া, থানা- জামালপুর সদর আলবদরÑআব্দুল কাদের, পিতা-মফিজউদ্দিন, সাং-জঙ্গল পাড়া, থানা-জামালপুর সদর আলবদরÑএ মান্নান, পিতা-মৃত মহিউদ্দীন মন্ডল, কাচারী পাড়া, জামালপুর, আলবদরÑহারুন উর রশিদ শেলি, পিতা-মৃত জসীমউদ্দিন, কাচারী পাড়া, জামালপুর, আলবদরÑআব্দুল বারী, পিতা-আব্দুর রহমান মঞ্জুরী, বগাবাইদ, জামালপুর, আলবদরÑসৈয়দ আশরাফ হোসেন, পিতা- মৃত সৈয়দ বিতাল মিয়া, মিয়াপাড়া, তবলপুর, জামালপুর, আলবদরÑপ্রফেসর শরীফ আহমেদ, পিতা-মৃত জাফর আহমেদ, কাচারী পাড়া, জামালপুর, আলবদরÑমুক্তা, পিতা-মৃত জোবেদ আলী, কাচারী পাড়া, জামালপুর, আলবদরÑহাসেম, পিতা-মৃত আব্দুল লতিফ, কাচারী পাড়া, জামালপুর, আলবদরÑমোতাহার আলী, গ্রাম-ফুলকাচা, মেলানদহ, জামালপুর। নেত্রকোনা জেলার আলবদর হেদায়েত উল্লাহ আলবদর হুমায়ুন কবীর, নেত্রকোনা আলবদর সামসুল হুদা-আল মোজাহিদ কিশোরগঞ্জ জেলা আলবদর-মাওলানা আব্দুল হামিদ (সাবেক মাদ্রাসা সুপার) আলবদর-মাওলানা আব্দুল খালেক মওলানা আতাউর রহমান খান- ইসলামী পার্টির সাধারণ সম্পাদক আলবদর-আব্দুল হাসিম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.