আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের ভাষা, বাংলা ভাষা।

mdsakature@yahoo.com

বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ছোট একটা স্থান দখল করে আছে। তাতে মনটা আমার মোটেও ছোট হয়না, কারন আমাদের বাঙ্গালী জাতির অসীম সাহস আর স্বেচ্ছায় প্রান ত্যাগের মত ঘটনা বিশ্বের কোথাও আছে কি? বিশ্বের কোন জাতি আছে যারা নিজের মায়ের মুখের ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে প্রান দিয়েছে? তা একমাত্র পেরেছি আমরা বাঙ্গালী জাতি। ভাষার জন্য এ জাতির প্রান ত্যাগের ঘটনায় সেদিন বিশ্ববাসী হতবাক হয়েছিল। আর তাই বাংলা ভাষা পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা। বিশ্বের প্রায় দুইশটিরও বেশি দেশে ২১শে ফেব্রুয়ারীকে আন্তর্যাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এই হলো আমাদের ভাষার ইতিহাস। বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রানের ভাষা বাংলা আমার তোমার ভাষা বাংলা মোদের সবার ভাষা। এই ভাষাতে কথা বলি উন্নয়নের পথে চলি এই ভাষাতে স্বপ্ন দেখি আপন মায়ের ছবি আঁকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.