আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসতে তাবিজ লাগে



ক্লোজআপ তারকা ছালমার গানের মত বলতে হয় ও মোর বানিয়া বন্ধুরে... একটা তাবিজ বানিয়ে দে.... আমার রুমমেট। ভালবাসতো একটি ছেলেকে। কিন্ত কয়েক মাস আগে ছেলেটি বিয়ে করে সংসারী হয়েছে। আগে ঘন্টারপর ঘন্টা মোবাইলে অর্থ ব্যয় করত (আর গ্রামীন শালারা অগাতে অর্থ কামাতো)। এখন বার বার ফোন দিলেও মজনু ফোন রিসিপ করে না।

১০০ বারে হয়ত ১/২বার রিসিপ করে তার ইচ্ছা মত। কিন্ত লাইলী তো দিওয়ানা। ওর সাথে আমার পরিচয় নভেম্বরে প্রায় দেখতাম মন মরা হয়ে বসে থাকতো। কারও সাথে তেমন কিছুই শেয়ার করতো না। জিজ্ঞাসা করলে বলতো ভাল লাগছে না বা অন্য প্রসঙ্গ।

গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি নিজ থেকেই অনেক কথা বলছে। তো প্রসঙ্গক্রমে একদিন মজনুর কথাও বলে ফেললো। মনের অজান্তে। ওর প্রেমিকের বিয়েটা মেনে নিতে পারেনি। তাই ওর প্রতি এখন ভালবাসা আরও গভীর হয়েছে।

ও যে কোন কিছু্র বিনিময় মজনুকে পেতে চাইছে। বাসার কাছেই এক ফকিরের (যারা তাবিজ কবজ লিখা এরকম) কাছে গেলাম। ফকিরকে সব শুনে বলে ৮০০০ টাকা খরচ হবে। এক দামে নতুন একটা গামছা কিনে নিয়ে আসতে হবে। কিছু তাবিজ দিবো এগুলো নিজ শরীররে বাধতে হবে।

কিছু তাবিজ কবরের ফেলতে হবে। কিছু তাবিজ খাদ্যর সাথে মজনুকে খাওয়াতে হবে। কিছু দোয়া বলে দিবো তা সারা দিনে ১২১ বার পড়তে হবে। কিছু দোয়া সূর্যঅস্ত যাওয়ার ঠিক আগ মুহুতে পড়তে হবে। কিছু মাটি মজনুর বিছানায় দিতে পারলে কাজটা সহজ হবে ইত্যাদি।

এসব শুনে লাইলী বলে সব তো আমাকেই করতে হবে তা আপনি করবেন কি। ফকির বলে আমার আরও অনেক কাজ আছে। আমি মন্ত্র পড়ে বান দিবো। যাতে করে সুর সুর করে আপনার কাছে চলে আসে। আপনার সাথে মোবাইলে কথা বলে।

আপনি ১৪/২১ দিনের মধ্যে রেজাল্ট পাবেন যদি ঠিক মত সব পালন করে পারেন। ও জিজ্ঞাসা করে টাকা কবে দিতে হবে। ফকির বাবা বলে ৬০০০ কাজ শুরুতে ২০০০ কাজ শেষ হলে। ওদের কথা বার্তা আমার ভাল লাগছে না। আবার কিছু বলছিও না।

লাইলীকে বললাম অনেক সময় হয়েছে চল। লাইলী বলে আমি কাজ হাসিল করতে চাই। আমি আগামী কাল আসবো। আমরা চলে এলাম। লাইলীকে বলি কি?বলিস তুই।

এত গুলো টাকা দিয়ে দিবি। তোর টাকার জন্য আমার খুব মায়া হচ্ছে রে। তাছাড়া এই তাবিজ কবজ এর প্রতি আমার কোন বিশ্বাস নাই। দেখছিস না আমি কোন তাবিজ ব্যবহার করি না। এভাবে কাউকে ভাগিয়ে আনছে বলে শুনিনি।

তা ছাড়া যে লোকটি তোকে ভুলে অন্যত্র বিয়ে করছে তার প্রতি তোর এত মায়া কেন। ও বলে আমি প্রতিশোধ নিতে চাই। তাতে যত টাকা লাগে আমি খরচ করবো। আর এসব তাবিজ এর প্রতি আমার বিশ্বাস আছে। আর বিশ্বাস থাকলে নাকি কাজ হয়।

আমি ওকে অনেক বুজানোর চেষ্টা করছি কিন্তু কোন কাজ হচ্ছে না। আমি রাগ করে বলছি ওর যা মনে চায় তাই কর তোর সাথে আমি আর নেই। দেখা যাবে তুই নিজেই বিপদে পড়ছিস। ওসব ফকির-মকির খুব খারাপ লোক। এখনো ভাবছি কিভাবে ওকে ফেরানো যায়।

ওর জন্য খুব মায়া হচ্ছে। আজ ভাল বাসা হারিয়ে তাবিজের পিছনে ছুটছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।