আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই কি অন্তরে থাকবে বাংলাদেশ? নাকি সবখানে থাকবে?

ধুর

আমি অনেক দিন থেকে এফ এম রেডিও শুনি। সবগুলা চ্যানেল কুন না কুন ভাব বলে যে তাদের হৃদয়, নাইলে অন্তরে বাংলাদেশ, আবার কেউ কেউ বলে তারা নাকি বাংলাদেশের সতিকারের ভয়েস। এই কথা বলে এট্টু পরেই দেহি তারা হিন্দি গান বাজায়!!!!! আমি ঠিক মনে করতে পারি না........ একটু সাহায্য করবেন কি? বাংলাদেশে বাংলা হচ্ছে প্রধান ভাষা, এবং ইংরেজি হচ্ছে দ্বিতীয় ভাষা, হিন্দি কি লিষ্টে আছে? যদি লিষ্টে থাইকা থাকে তাইলে আমার কুন আপত্তি নাই। আর যদি না থাকে তাইল ভাই আমার একটা রিকুয়েষ্ট....... দয়া কইরা আর হিন্দি গান বাজাইয়েন না........ বাংলা যতগুলান ভাল ভাল গান আছে তা যদি একনাগাড়ে বাজাইতে থাকেন তাইলে আমার মনে লয় ২০ দিনের নিচে শেষ করবার পারবেন না। এত ভাল গান থাকতে ক্যান ফাউ ফাউ পরের গান চালাইবেন? +/- আশা করছি............ তবে যারা - দিবেন তাদের বলি............. এই মাসটার কথা একটু মনে রাইখেন.........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।