আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারির চেতনা ও আমাদের করণীয়

The mind is in its own place, and in itself/ Can make a Heaven of Hell, a Hell of Heav’n

মহান ফেব্রুয়ারির প্রথম প্রহরে অকুণ্ঠ চিত্তে জানাই সশ্রদ্ধেয় সালাম সেইসব মহান শহীদদের যাঁরা তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন মাতৃভাষা বাংলার সম্মান ও গৌরব সমুন্নত রাখতে। এই মহান ফেব্রুয়ারি মাসে তাই বাংলা ভাষাকে যেন সবাই নতুনভাবে অনুভব করে, আবিষ্কার করে হৃদয় মন্দিরে। আর মন্দিরের দেবতারা হলেন আমাদের মহান ভাষা সৈনিক ভাইয়েরা। কোন সন্দেহ নেই, আমাদের জাতীয় জীবনে ফেব্রুয়ারি মাস এক অম্লান ও দীপ্তময় অধ্যায় হিসেবে জুড়ে আছে। আমাদের চেতনা, আমাদের পরিচয়কে বিশ্বের দরবারে সমুন্নত রাখার জন্য সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ নাম না জানা আমাদের সূর্য সন্তানেরা মেনে নিতে পারে নি বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতিকে খর্ব করার অপচেষ্টা।

তাইতো মৃত্যুকে আলিঙ্গন করে মায়ের মুখের ভাষাকে রক্ষার মাধ্যমে বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করেছিলেন এক বিরল ইতিহাস। সেই ধারাবাহিকতায় বাংলা ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষায় ভূষিত হয়েছে। প্রকৃতপক্ষে, আমাদের জাতিগত উন্মেষের সূতিকাগার হলো এই মহান ফেব্রুয়ারি মাস। যাই হোক, একথা ভুলে গেলে চলবে না বাংলা ভাষা আজ শুধূ বাঙালি জাতি সত্ত্বার নয়। বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় ভূষিত হওয়ায় এর গৌরব ও ঐতিহ্য সারা পৃথিবী জুড়ে ব্যাপিত।

এবং জাতি হিসেবে বাংলা ভাষার সম্মান ও গৌরব রক্ষার দায়িত্ব আমাদেরই। পৃথিবীতে দুই সহস্রাধিক ভাষা আছে। এদের অনেকগুলোই কালক্রমে বিলুপ্ত হয়ে গেছে। এর মূল কারন সঠিকভাবে সংরক্ষণের অভাব। আমরা কোন ভাবেই চাই না আমাদের বাংলা ভাষা সেই সব বিলুপ্ত কিংবা বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মতো একই পথ অনুসরণ করবে।

তাইতো প্রয়োজন বাংলা ভাষার উপর ব্যাপক গবেষণা এবং সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করা। একথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে, আমাদের বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমাদের দেশীয় লোকসাহিত্য। পালাগান,রাখালি গান, মারফতি গান, প্রবাদবাক্য, খনার বচন, ঘুমপাড়ানি গান, রূপকথা প্রভৃতি ব্যাপকভাবে অবদান রেখেছে বাংলা ভাষা ও সাহিত্যে। কিন্তু সঠিকভাবে সংরক্ষণের অভাবে সেইসবের অনেক গুলোই হারিয়ে গেছে। অন্যান্য গুলোও বিলুপ্তির পথে।

আমাদের ভবিষ্যত প্রজন্ম সত্যিকার্থে এসব মূল্যবান সম্পদ থেকে বঞ্চিত হবে। এখনই সময়, আমাদের এইসব অমূল্য সম্পদগুলো নিরাপদে সংরক্ষণের মাধ্যমে আমাদের বাংলা ভাষা-সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে। পরিশেষে, আমার প্রত্যাশা এই যে, আজ আমাদের বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় ভূষিত হয়েছে এবং আগামীতে আমাদের বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যের সাম্রাজ্য গৌরবের সাথে শাসন করবে। আমার একান্ত বিশ্বাস, সেইদিন খুব বেশি দূরে নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.