আমাদের কথা খুঁজে নিন

   

আমার কবিতার বই ................."এক জোছনায় তুমি আর আমি"



কদিন ব্লগে আসা হয়নি..... অনেকদিন পর আজ ব্লগে এলাম.... দেশে আসার পর দিন গুলো কেমন বয়ে যাচ্ছে । এখন মায়ের কাছে...লালমনিরহাট এ। ক'দিন পর ঢাকা আসছি। আমার কবিতার বই বের হচ্ছে।নাম......"এক জোছনায় তুমি আর আমি" আশা করছি বইমেলায় অনেকের সাথে দেখা হবে....... প্রথম প্রকাশ:ফেব্রুয়ারী/২০০৯ প্রকাশনী: জাগৃতি প্রকাশক:ফয়সল আরেফিন দীপন ৩৩ আজিজ সুপার মার্কেট। নীচতলা,শাহবাগ,ধাকা ১০০০ প্রচ্ছদ:অমিত কর। সবার জন্য শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।