আমাদের কথা খুঁজে নিন

   

গুহা শহর



গুহাশহরের অধিবাসীরা নিজেদের হাড় খুলে ঝুলিয়ে রাখে সদর দরজায় আর পুর্বজদের জীবাশ্ম ছেঁকে জন্মদাগের হদিশ পেতে খুঁড়ে চলে পাহাড়ের স্তন শিশ্নহীন আঁকিয়েরা গুহাচিত্রে চেটে যায় বাইসন শিং আর স্যাবর দাঁতের বাহকেরা শিখে নেয় কামড়ের ছলাকলা গুহাশহরের রেস্তরায় হরিন সংগমে ব্যার্থ শ্রমিক খেয়ে ফেলে আস্ত গাইতির কাঠিন্য আর উন-ওয়েটার বিল বাবদ নিয়ে যায় হরিনের থরথরে চিত্রল এখানে যোনিহীন নারীরা গর্ভের জল ঢেলে ধুয়ে দেয় গলিপথ অনাগত শিশুরা হাসে, পোকার খেলে, সিগার খায় আর সংগম ভোলা মানুষগুলোকে কটাক্ষ করে নিভে যায় গলিপথ শুকিয়ে গেলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।