আমাদের কথা খুঁজে নিন

   

ভূতের গুহা [ভেনেজুয়েলা]

প্রস্থের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় বা প্রশস্থময় গুহা ভেনেজুয়েলার ভূতের গুহা। ভেনেজুয়েলা এবং গায়ানার সীমান্ত বরাবর এক দুর্গম এলাকার নাম আপরাজ টেপুই। এখানেই এক পাহাড়ি ঢালে গুহাটির অবস্থান। গুহাটির প্রস্থ এত বেশি যে, দুটি হেলিকপ্টার বিশাল পাখা ঘুরিয়ে অনায়াসে গুহার ভেতরে ঢুকতে পারে এবং গুহার নিচের অংশে নামতে পারে। গুহার একদিকে একটি খাড়া জলপ্রপাত বা ঝরনা থেকে অবিরাম পানি পড়ে।

আর পানি পড়ার জায়গায় তৈরি হয়েছে একটি পুকুর। ঠিক কবে গুহাটি আবিষ্কৃত বা সৃষ্টি হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। তবে গুহাটি যে অতি প্রাচীন এতে কোনো সন্দেহ নেই। জীববৈচিত্র্য এবং অকৃত্রিম প্রাকৃতিক পারিপাশ্বর্িকতার কারণে গুহাটি বিশ্বের এক অমূল্য সম্পদ। বলা হয়ে থাকে, বিশ্বের যে কয়টি অংশের প্রকৃতি এখনো নষ্ট হয়নি, গুহাটির অবস্থান এমনই এক অংশে।

তবে মজার ব্যাপার হলো- অনেকের মতে, এটি আদৌ কোনো গুহা নয়। বরং একটি খাড়া গিরিখাদের দুপাশের দেয়াল ধসে উপরের দিকে একটি অপরটির উপর পড়ে এমন গুহার রূপ নিয়েছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।