আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর নই।

ভোরের জলাশয়ে ডুবে থাকা /আত্মপ্রবঞ্চক রোদের কফিন নিয়ে এসেছি /আমার পাঁচ ফুট আট ইঞ্চি দেহের /শেষকৃত্যে চিৎকার করে আবৃত্তি করি /'ঈশ্বর একাকী তাই বিষাদ্গ্রস্থময় /আমি কেন বিষন্ন হবনা'

আমি ঈশ্বর নই আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত। গৃহহীন হরিণীর সজল চোখের মায়া বিষণ্নতা তোমার চোখে নেমে এলে পশ্চিমের পবিত্র প্রার্থনায় নয়; আমার দু’টি হাত ধরে শিহরিত স্বরে বলে উঠো, ভালোবাসি অনেক বেশি। নারী, আমি ঈশ্বর নই পুরুষ আমাকেও ভালবাসা যেতে পারে মানুষের মত।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।