আমাদের কথা খুঁজে নিন

   

আমি খুবই আপসেট!

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

বেশ কিছুদিন ধরেই আমি আমার আগের ছোটবেলার মত জীবন এ যেতে চাইছি। বালুদার কমন ছেলেবেলা পড়ে এই ইচ্ছা আরও বেড়ে গেছে নিশ্চিন্ত জীবন কোন টেনশন নেই, কোন ঝামেলা নেই ঘুম থেকে উঠেই প্রতিদিন ভাবা লাগে না সুপারভাইজারের সাথে দেখা করা উচিত! পড়াশুনা কিছু করা উচিত! অন্তত কোথাও ভর্তির আগে জবের চেষ্টা করা! রাজ্যের বিরক্তিকর চিন্তা! ভাল লাগে না! আগের কথা ভাবি বেশিদিন মনে হয় না এই তো ২০০০ সালের কথা! আমি এসএসসি পরীক্ষার সময়ও টিভি দেখা ছাড়ি না, আমার টিচাররা আমাকে অনেক অনুরোধ করে বললেন, অন্তত ফিজিক্স পরীক্ষার আগেরদিন টিভি দেখা বাদ দাও আগে কোন ছুটি নেই আর তুমি ফিজিক্সে তেমন ভাল না। আমি স্যারকে বললাম , ঠিকাছে মাত্র ১ ঘন্টা দেখবো। কিন্তু সেদিন সিডির চ্যানেলে কহো না পেয়ার হে দেখালো আমি পুরোটাই দেখলাম এবং পরেরদিন হালকা টেনশনে থাকার জন্য ৫ মার্কের একটা প্রশ্ন প্রথমে চোখে দেখলেও পরে আর দেখলাম না খালি মনে হল কি যেন বাদ যাচ্ছে! ছেড়ে আসলাম, বাসায় এসে আফসোস করলাম। সামাজিক বিজ্ঞান পরীক্ষার আগের দিন রাত সাড়ে বারোটা পর্যন্ত পড়ে আমার মনে হল দুনিয়া জয় করে ফেলেছি।

পরের দিন স্যারকে খুব বড় মুখ করে বলতে গেলাম। স্যার বললেন, শাওন (আরেকটা ছেলে যে স্যারের কাছে পড়তো আমি তাকে দেখতে পারতাম না!) তো রাত সাড়ে তিন টা পর্যন্ত পড়েছে! আমি চুপসে গেলাম আমি ফাকিবাজ ছিলাম তাই আমার ইংরেজি টিচার আমাকে মাঝে মাঝে এটা ওটা শেখানোর কথা বলে ভুলিয়ে ভালিয়ে পড়াতো। এভাবেই আমি আজ জ্যোতিষি! স্বপ্নের ব্যাখ্যাও স্যারের কাছ থেকে শিখেছিলাম। স্যার আমাকে কয়েকটা বলার পর বললেন আরেকদিন শেখাবো আজকের গুলো কালকে না পারলে নতুন শেখাবো না। পরেরদিন সবই পেরেছিলাম কারণ আগ্রহ ছিলো।

তখন থেকেই একটা স্বপ্ন দেখতাম প্রায়ই। আমি কোথাও গেছি আমার জুতা হারিয়ে গেছে। এই স্বপ্নটা কেন বারবার দেখি এটা নিয়ে আমি ভাবতাম। স্যারকে বলার পর স্যার বললেন, জুতা স্বপ্ন দেখলে সুন্দর বর পায়। আজকেও এই জুতা হারানো স্বপ্নটা দেখলাম।

আবার আমার হাত যে ই দেখে বলে, আমি আমার হ্যাসবেন্ডকে জেল খাটাবো! আমি খুবই চিন্তায় আছি বর সুন্দর না বান্দর তার থেকেও বড় কথা সে যদি হারিয়েই যায় মানে জুতা হারিয়ে যায় তবে জেল খাটাবো কেমন করে! আমি খুবই আপসেট! তাই কি লিখেছি তার জন্য মোটেও দায়ী নই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.