আমাদের কথা খুঁজে নিন

   

আমি খুবই আপসেট!

"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার

নির্বাচন নিয়ে সবাইকে মাতামাতি করতে দেখছি সবখানেই। ব্লগেও এই বিষয়ক পোস্টের ছড়াছড়ি...ভাবলাম প্রথমবারের মত জাতীয় নির্বাচনে ভোট দেয়ার সুযোগ পাওয়া একজন ভোটার হিসেবে আমি যথেষ্ট হতাশ। আমার হতাশার কারণ একটি না অনেক...আগে ভোটের সময় অনেক টাকা ছড়ানো হতো এবার তা হচ্ছে না মিছিলগুলো দেখলে মায়া লাগে..লোকজন নাই টাকা ছাড়া কেউ এক পা নড়ে না আর মিছিলে তো কত পথ হাটা লাগে। লোকের মধ্যে তোষামোদীটাও কমে গেছে। এই তো গতবার সংসদ ইলেকশনের কথা..ভোট চাইতে আসলো ২/৩ টা লোক তাদের ব্যবহারে মুগ্ধ হয়ে আমাদের বুয়ার ছেলে লাফ দিয়ে কোলে চেপে বসলো! আমরা অবাক হয়েছিলাম পরে ওই লোকগুলো চলে যাবার পর জিজ্ঞেস করলাম, কিরে চিনিস নাকি? কোলে উঠে বসলি! সে বলল, না খালা এমনেতেই কোলে উইঠ্যা পর্ছি! আমার আরো একটা দুঃখের কারণ এবার টাকা ছড়ানো যাচ্ছে না কিন্তু যারা জিতবে তারা তো অবশ্যই দুর্নীতি করবেই কারণ তারা জানে যে দেশে যা ই করি না কেন বের তো হবোই! তাই তাদের টাকা গুলো খরচও হলো না আরো টাকা কামিয়ে ওরা আরো বড়লোক হবো আর আমরা দেখবো আবার ধরলাম আমরা না ভোট দিয়ে জয়লাভ করলাম কিন্তু এতে করে আমাদের লাভ কি হবে! আবার ইলেকশন হবে আবার টাকা খরচ হবে! সবকিছু্র পরও ভেবেছিলাম প্রথমবার ভোট দিবো প্রার্থীদের ভাড়া করা রিকশায় চড়ে এইবার সেই সুযোগটাও নাই আমি কেন বঞ্চিত!! হয় পদব্রজে নয় তো নিজ খরচায় রিকশায় চড়ে হবে! আমি খুবই আপসেট!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.