সেদিন হাইওয়ে দিয়ে কোথায় যেন যাচ্ছিলাম, হঠাত খেয়াল করলাম একটা শালিক পাখি রাস্তার পাশে পড়ে আছে- হয়ত কোন দ্রুতগামী বাস অথবা গাড়ির ধাক্কায় মরে গেছে অথবা আহত হয়েছে। রাস্তার পাশে আরেকটা শালিক পাখি- সম্ভবত তার সঙ্গী অথবা সঙ্গিনী তাকে উঠানোর চেষ্টা করছে ।অন্য পাখিটার কোন আঘাত লাগেনি, কিন্তু সে তার বন্ধুকে না ফেলে এই ব্যস্ত রাস্তায় নিজের তোয়াক্কা না করে বন্ধুর পাশে আছে।
অবাক হলাম। কারন রাস্তাটায় এত গাড়ি চলছে যে যেকোন মূহুর্তে ভাল পাখিটা নিজেই কোন গাড়ির তলায় চাপা পড়তে পারে। কিন্তু পাখিটা নিজের কথা একটুও না ভেবে ভাবছে বন্ধুর কথা। বন্ধুকে বাঁচানোর কি আকুল চেষ্টা।
আমরা কি পাখিটা থেকে কিছু শিখতে পারি না? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা? নাকি আমরা পাখির চেয়েও অনেক নিম্ন শ্রেণীর?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।