আমাদের কথা খুঁজে নিন

   

গাজায় নাকি যুদ্ধ হচ্ছে?



হামাস বাহিনীর বিরুদ্ধে ইসরাইলিদের তীব্র লড়াই অব্যাহত আছে মর্মে খবরে প্রকাশ। এ লড়াই এর প্রধান শিকার মহিলা আর শিশু। ইসরাইলি বাহিনী এখন সিদ্ধান্ত নিয়েছে তারা বাড়ি বাড়ি গিয়ে হামাস কর্মীদের খুজে খুজে হত্যা করবে। (আজকের প্রথম আলো Click This Link ) ইসরাইলের এই সিদ্ধান্ত কতটুকু ঔদ্ধত্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। তারা যে ত্রাশের সৃষ্টি করেছে সেটা যে সন্ত্রাস তাতে আমার মত অজ্ঞ মানুষ ও নিশ্চিত কিন্তু তথাকথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ বিশিষ্ট যুদ্ধ পরিচালনাকারী শক্তিশালী রাষ্ট্রসমূহ এর নিরবতা দেখে বিশ্ববাসী হতবাক হয়ে পড়েছে।

ইসরাইলী বাহিনী এ যাবত প্রায় ৯৫০ জন ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে যার অধিকাংশই নারী ও শিশু। এ ধরনের বর্বরতা দেখে আজ বিশ্ববাসী প্রচন্ড ক্ষুব্ধ, শোকার্ত এবং সবার মত ইসরাইলীদের বিরুদ্ধে। হাসাসের ইট পাটকেল এর বিপরীতে ইসরাইলী বাহিনীর ট্যাংক বিমান ও নৌ হামলাকে কেউ যুদ্ধ হিসেবে দেখছে না এবং দেখারও সুযোগ নাই। এটাকে যুদ্ধ বলাটা হাস্যকর.......এটাকে ইসরাইলীদের অবৈধ আগ্রাসন আখ্যায়িত করায় অধিক যুক্তিসংগত হবে। প্রিয় পাঠক, আমরা এটাকে কখনোই গ্রহণ করব না........আমরা শান্তি চাই আমরা যুদ্ধ চাই না........আমরা সুখ চাই আমরা দুঃখ চাই না........আমরা চাই বিশ্বব্যাপী বিরাজ করুক পরম শান্তি।

আমরা কি এ লক্ষ্য নিয়ে কাজ করতে পারি না? আসুন ধর্ম, গোত্র, ধনী, দরদ্রি সকল শ্রেনী পেশার লোক এক যোগে এক লেক্ষ্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি...........আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই যুদ্ধহীন, ভয়ভীতিহীন,লোভহীনল সুন্দর শান্তিময় পৃথিবী। । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.