আমাদের কথা খুঁজে নিন

   

গাজায় ইজরায়েলের বিমান হামলা, নিহত ২

আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। প্রাথমিক খবরে জানা গেছে, গত মধ্যরাতে চালানো এ হামলায় অন্তত ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার উত্তর অংশে অবস্থিত বেই হানুন শহরে একটি গাড়ির ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলি জঙ্গীবিমান। বেইত হানুনের হাসপাতাল সূত্র জানিয়েছে, এ হামলায় ইজরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের দুই সদস্য নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা রাস্তার পাশে রাখা একটি গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় বিমান হামলার শিকার হন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা চালানোর হুমকি দেয়ার কয়েক ঘন্টার মধ্যে এ হামলা চালানো হয়। একটি ইজরায়েলি লক্ষ্যবস্তুতে রকেট হামলার পর হামাসকে ‘শিক্ষা’ দেয়ার হুমকি দিয়েছিলেন নেতানিয়াহু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.