আমাদের কথা খুঁজে নিন

   

অনন্যা - নতুন বাংলা ম্যাগাজিন



প্রকাশিত হতে চলেছে, এক নতুন ওয়েব মাগাজিন, অনন্যা- দেখিনি যাকে দেখবনা বলে। আপনি বিশ্বের যে প্রত্যন্ত অঞ্চলেই থাকুন না কেন, আপনার রচনা পৌঁছে যাবে মানুষের ঘরে ঘরে। তাই আমাদের প্রথম সংখ্যায় যোগদান করতে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই! আমাদের ম্যাগাজিনে আপনার রচনা প্রকাশ করতে হলে, অবিলম্বে জয়েন করুন শ্রীরামপুর.নিং.কম - বাংলার প্রথম স্যোসাল নেটওয়ার্ক। আমরা প্রায় সকলেই অর্কুট, ফেস্‌বুক, ইত্যাদি স্যোসাল নেটওয়ার্কগুলির সঙ্গে পরিচিত। কিন্তু, কখনও কি ইচ্ছা করেনা, বাংলায় একটি স্যোসাল জয়েন করতে? আপনাকে জানাই, দুই বাংলার মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য বানানো হয়েছে একটি স্যোসাল নেটওয়ার্ক- শ্রীরামপুর.নিং.কম! অর্কুট বা ফেস্‌বুকে আপনি যা যা করতে পারেন, তার সবকিছুই আছে শ্রীরামপুর.নিং.কম এ- ফোরাম, গ্রুপ, চ্যাট, ব্লগ ... প্রাথমিকভাবে সাইটটি তৈরী করা হয়েছিল শ্রীরামপুর শহরের মানুষের মধ্যে উন্নততর যোগাযোগ স্থাপনের মাধ্যম হিসাবে। কিন্তু, পরে উপযোগীতা বুঝে সাইটটির দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় সারা বিশ্বের মানুষের কাছে এবং বিশেষত দুই বাংলার মানুষের জন্য। আমদের এই প্রয়াসকে সার্থক করতে হলে দয়া করে এগিয়ে আসুন; রেজিষ্টার করুন অথবা সাইন ইন করুন এবং ইন্টারনেটের দুনিয়ায় বন্ধুত্বের এক নতুন মাত্রা যোগ করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।