আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্য

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

১. মনুষ্য কেবল রুটি রুজিতে বাঁচিবেনা অন্তক্রিয়ায় সুধা ঢালিতে হইবে শরীরের অবয়ব আছে মনের কি নেই! মনস্পুত হইলেই কেবল সন্তুষ্টি আসিবে। ২. গুজবে দিলে কান অবিশ্বাস বাঁধিবে বাসা কান কথা কানে থাক মনে না লইয়ো গুজুর গুজুর মনের ভিতর শান্তি ধরিয়া রাখিতে পারিবে কতোক্ষন বড়োজোর। ৩. ভাঙ্গিতে পারে সবায় গড়িতে পারে কতোজন চিনিতে করিওনা ভুল আপনজন। ৪. সাধিলে সম্মান বাড়ে তোষামদে কমে তবুও তোষনে হয় খুশি সাধিলে করে গড়িমসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।