আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্য জীবন যেন একি সুতোয় বাঁধা কবিতা।

https://www.facebook.com/JelABC সবাই মিথ্যা বলে- কেউ অন্যকে ঠকাতে, কেউবা নিজেকে বাঁচাতে আমিও এর বাইরের কেউ নই। সবাই স্বপ্ন দেখে- কেউ একা একা শুয়ে, কেউবা বন্ধুর হাতে হাত রেখে, আমি প্রথমটাতেই নিরাপদ বোধ করি। সবাই সুখের পিছে ছোটে- কেউ মার্সিডিসে চড়ে আবার কেউ গরুর গারিতে চড়ে, আমি হাটি মাঝখান দিয়ে মার্সিডিস আর গরুর গাড়ি দুটারই গন্ধ নিয়ে। সবাই ভালোবাসা চায়- কখনো মায়ের কখনো সন্তানের অথবা প্রিয়জনের, মার ভালোবাসা বোঝা যায় বাকিগুলো ধরে নিতে হয়!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।