আমাদের কথা খুঁজে নিন

   

বোরিং কথো(ছন্দ)পকথন

...

আমি: Happy New Year সে: same to u সে: কেমন আছো? আমি: এইতো ভালো আমি: তোমার কী খবর? সে: এইতো সে: ভালো লাগছেনা! আমি: ক্যানো ? আমি: আমিতো Sea Beach'এ বেড়াচ্ছো সে: উ-উহু সে: কেনো জানি ভালো লাগতেছেনা বুঝতেছিনা। আমি: হুমম আমি: কারো সাথে ঝগড়া? সে: না আমি: অবহেলা করেছে কেউ? সে: আসলে কেমন জানি বোরিং লাগতেছে খুব। আমি: হুমমমমমম আমি: কতো বললাম এটা ওটা শিখে ফেলো আমি: তাহলে বোরিং না হয়ে ক্রিয়েটিভ কিছু নিয়ে সময় কাটাবা। সে: তুমি শিখাবা? আমি: হুমম শিখাবো! আমি: আমি: কবিতা লিখো? সে: উহু সে: ঐ সব আমার মাথায় আসেনা। আমি: হা হা আমি: ছড়া তো পারো? সে: ওই ও না! আমি: চেষ্টা করলেই হয় আমি: হালকা ছন্দ রেখে আমি: মিল'টা দেখে দেখে আমি: শব্দগুলো ফেলবা লিখে আমি: আমি: হয়ে যাবে ছড়া! সে: হুমমম আমি: কিছুই লাগবে না করা আমি: সে: ঐ জন্য মাথা ঠাণ্ডা থাকতে হয় আমার মাথা always 49 হয়ে থাকে বুজলা? আমি: মাঝে মাঝে বলবা কথা আমি: ছন্দ দিয়ে দূর মাথাব্যথা সে: ছাই! আমি: আমি: ছড়া লিখতে 'মাথা গরম' আমি: খুবই উপকারী ও চরম সে: তুমি ভূয়া ছড়াকার আমি: আমি: হুমম আমি: মেজাজ হোক ফট্টি নাইন আমি: ছন্দ দাও ফাইন ফাইন আমি: সে: তোমারে কইছে বেশি জানো! [একটু আগে একজনের সাথে যা যা বললাম এখানে দিয়ে দিলাম সব তবে কিছু কম-বেশি করে ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।