আমাদের কথা খুঁজে নিন

   

চিটাগাং কিংসের আজকের জয়ে একটা ১৮+ কৌতুক পড়েন।হাসি না আসলে সব দোষ ওই বুড়ির!!

আজিকার এই বাংলাদেশে রক্ত সৌধ রচনার বড্ড প্রয়োজন! কুমিল্লা চিটাগাং বিভাগে পরেছে। তাই স্বভাবতই আমি চিটাগাং কিংসের সাপোর্টার। আজ চিটাগাং খুলনার বিরুদ্ধে দারুন জয় পেয়েছে। তাই আর সব সমর্থকদের ন্যায় আমিও ম+খু!এই আনন্দে একটা কৌতুক পড়েন এবং হা হা প যান! এক বুড়ি খুব দরিদ্র ছিল। তার একটা ছাগল ছাড়া আর কোন সম্বল ছিলোনা।

খুব কষ্টে তার দিনকাল কাটছিলো। হঠাৎ একদিন তার ভাগ্য সুপ্রসন্য হয়। এক মহাজ্বীনের সাথে বুড়িমার সাক্ষাৎ হয়। মহাজ্বীন তাকে বলে। --ওহে বুড়ি!আমি তোমার দরিদ্রতা দেখে খুব কস্ট পেয়েছি।

তাই তোমার প্রতি সহানুভূতিশীল হয়ে আমি তমার তিনটি ইচ্ছে পুরণ করতে চাই। তুমি যা চাইবে আমি তাই দিবো। এবার তুমি নিজেই বেছে নাও কোন তিন ইচ্ছে তুমি পুরণ করবে! বুড়ি খুব কৃতজ্ঞতা প্রকাশ করে বললো-- এক-আমাকে বিশাল এক রাজপ্রাসাদ বানিয়ে দাও। যাতে আধুনিক সব ব্যাবস্থা বিদ্যমান থাকবে। দুই-আমাকে পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দরী রমনী বানিয়ে দাও।

তিন-আমার এই ছাগলটিকে পৃথিবী শ্রেষ্ঠ যুবক বানিয়ে দাও। জ্বীন বুড়ির তিন ইচ্ছাই পুরণ করে চলে গেলো। এবার বুড়ি খুশী মনে প্রাসাদে প্রবেশ করলো। এবং তার যুবকে পরিণত হওয়া ছাগলটাকে বিয়ে করে ফেললো। বাসর রাতে বুড়ি আর ছাগল যুবক আলাপ করতে লাগলো।

কথাবার্তার একপর্যায়ে বুড়ি কামনায় অধীর হয়ে ছাগল যুবককে বললো--হে প্রিয়ে!আমার কাছে এসো। আমি আর থাকতে… ছাগল যুবক (এগিয়ে এসে বললো)হে প্রিয়া!মনে আছে আমি ছাগল থাকা অবস্থায় তুমি আমাকে খাসী বানিয়ে দিয়েছিলে…?? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.