আমাদের কথা খুঁজে নিন

   

ঠেকায় পড়লে বাঘেও ঘাস খায়- যে কোন মুল্যে নির্বাচন, বড়ই হাস্যকর

ওয়াসিকুজ্জামান অনি

দির্ঘদিন ধরে ক্ষমাতার আস্বাদ হতে বঞ্চিত আমাদের রাজনৈতিক দল আর তার নেতাদের আমার কাছে বড় অসহায় মনে হচ্ছে। এবার নির্বাচনটা আমার কাছে এজন্য বেশ মজার লেগেছে। পৃথিবীর কোথাও এত কম সময়ের নির্বাচনি প্রচারনায় রাজনোইতিক দল গুলো নির্বাচনে অংশগ্রহন করেছে কিনা মার জানা নাই, তবে বাংলাদেশে মনে হয়না কখন হয়েছে। আর আমাদের দল ও নেতারা কখনই এত অল্প সময়ে নির্বাচন করতে কোনভাবেই রাজী হতেননা। বিরাট আন্দোলন করে এধরনের নির্বাচন তারা একযোগে বাঞ্চাল করে দিতেন।

কিন্তু কি মজা দেখুন কেউ এব্যাপারে নাখশ নন। এতদিন ক্ষমতার বাইরে থাকা কোন ভাবে মেনে নেয়া যায়না, তাই তারা কেউ এরশাদ নামের কুলাঙ্গারকে নিয়ে আর কেউ রাজাকার, আল-বদর নিয়ে তাড়াহুড়ো করে নির্বাচনে অংশগ্রহন করছেন। কথায় আছে ঠেকায় পড়লে বাঘেও ঘাস খায়। তাই স্বল্প সময় বা সারাদেশে জন্সমাবেশ করা যায়নি এসব নিয়ে খুব একটা মাথাব্যাথা কোন দলেরই নেই। বরং স্থানে স্থানে ভিডিও কনফারেন্স বা রেকর্ড করা ভিডিও বক্তৃতা প্রচার করে হলেও নির্বাচন করতে হবে।

আরো মজার ব্যাপার হলো যতসব চিন্নিত দুর্নিতিবাজ এবং সন্ত্রাসিরা ঠিকই নিররাবচনে অংশ নিচ্ছে। কংশ মামার দেশ বটে! তত্তাবধায়ক সরকার কেও সাধুবাদ, খামখা শুদ্ধি অভিযান চালিয়ে দুই বছরে দ্রব্যমুল্য বাড়িয়ে আমাদের মত সাধারনের নাভিশ্বাষ তুলে দেবার জন্য। কি লাভ হলো তা জানিনা তবে শুনছি সরকার ও সেনা নায়কেরা এখন এস্কেপ রূটের জন্য নির্বাচনের ফলাফলের দিকে অধির আগ্রহে তাকিয়ে আছেন, কোন দল যে বেশি ছাড় দেবে? এতে আমাদের কি আদৌ কোন লাভ হবে? আমার রাজনিতি বিষয়ে তেমন কোন আগ্রহ নেই, তবে রাজনৈতিক দল ও নেতাদের এই লোভ দেখে সংশয় হয়, দুবছরের তাদের ক্ষমতা হতে দূরে থেকে যে ক্ষতি হয়েছে তা পোষাতে গিয়ে বাংলাদেশের কি অবস্থা হয়?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.