আমাদের কথা খুঁজে নিন

   

রুদ্ধশ্বাস বাংলাদেশ..নির্বাচনী পোস্টারে ঢাকা ঢাকা

I realized it doesn't really matter whether I exist or not.

বাংলাদেশের অবস্থা এখন দেখার মত। টাইট সিকিউরিটি ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে এখন বাংলাদেশ। সাজ সাজ রব পড়েছে সংসদ ভবনে। কাল রাতে বিবিসি'তে দেখলাম সংসদ ভবন ও শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা দেখাচ্ছে। বিবিসি'র পর্দায় বাংলাদেশ দেখতে ভালই লাগলো।

বিবিসি'র পর্দা ছাড়াও গতকাল একুশে টেলিভিশনের পর্দায় স্মরণকালের সবচাইতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অনুষ্ঠিত হওয়া শেখ হাসিনার বিশাল মহাসমাবেশ দেখলাম। দারুণ লাগলো সিকিউরিটি তৎপরতা দেখে। সত্যিই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নবম জাতীয় সংসদ নির্বাচন। দেশের চা স্টল থেকে শুরু করে সর্বত্র এখন একটাই হট টপিক, নির্বাচন। নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে যাচ্ছে আজ মধ্যরাত থেকে।

যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ আনা হচ্ছে। সত্যিকারের পরিস্থিতি আগামীকাল দেখা যাবে। কিন্তু আজই এর রেশ পড়েছে রাস্তাঘাটে। যত্রত্ত্র সামরিক সদস্যদের তৎপরতা ও র‌্যাব পেট্রোল ফোর্সের টহল সত্যিই চোখে পড়ার মত। এছাড়াও দেশব্যাপী নির্বাচনের শেষ মুহুর্তের প্রস্তুতি দেখতে অন্যরকম লাগে।

সকালে একটা কাজে আসাদগেট গিয়েছিলাম। সেকি, পুরো ঢাকায় দেখি নির্বাচনের ঝুলন্ত পোস্টার দিয়ে সাময়িক ছাদ দিয়ে 'ঢেকে' দেয়া হয়েছে! হুমম, ঢাকা এখন সত্যিই নির্বাচনী পোস্টারে 'ঢাকা'। সরকারের নির্দেশে এবারের সব পোস্টারই ঝুলন্ত। বেশিরভাগ অলি-গলির রাস্তায়ই হাঁটতে গেলে মাথায় লাগে এসব পোস্টার। মেজাজটা এত খারাপ হয়! আরেকটা মজার অভিজ্ঞতা হলো আজকে।

আসাদগেটে একটা অফিসে গিয়েছিলাম আমি। তো সোফায় বসে অপেক্ষা করছিলাম। তখন একটা মেয়ে এসে আমার পাশে বসলো। আগে থেকেই বসা ছিল, বারান্দায় ঘোরাফেরা করছিল। আমি বসার কিছুক্ষণ পর ও এসে বসলো।

হাতে একটা মোবাইল সেট ছিল। সম্ভবত গেমস খেলছিল। আমি আর ওর দিকে ততটা গুরুত্ব দেইনি। টাইট ফতুয়া আর জিন্স দেখে মনে হলো উপরের পদের কারো মেয়ে কিংবা আত্মীয় হবে হয়তো। যা ভাব নিয়ে ঘুরছে..! এমন সময় ওর একটা ফোন আসলো।

ওর মানে ওর হাতের মোবাইলে। আমার পাসে বসেই ফোনটা রিসিভ করলো ও। ওমা, ওর কথা শুনে আমি হতবাক। ও কী বলেছে এই মুহুর্তে ঠিক মনে নেই। তবে কথাগুলো খুব ইন্টারেস্টিং লাগলো।

আর ওর বলার ধরণ দেখে আমি তো স্তব্ধ হয়ে গেছিলাম। ও বলছিল, "তুমি এতক্ষণে ফোন করলে! তোমাকে কতক্ষণ ধরে ফোন করছি জানো......"ব্লা..ব্লা..ব্লা...। মজার ব্যাপার হচ্ছে মেয়েটা বড়জোর ক্লাস ফাইভে পড়ে বোধহয়। আর ওর কথার ভঙ্গি দেখে আর অপরপ্রান্তের কিছু কথা শুনে (নোকিয়ার কৃপা! নোকিয়ার স্পিকার আবার খুব ভাল তো, তাই দূর থেকেও কথা শোনা যাচ্ছিল) আমি নিশ্চিত ওদের মধ্যে অ্যাফেয়ার ছিল! একটা সময় ছিল, যখন শুধু ভার্সিটির ছেলেমেয়েদেরকে প্রেম করতে দেখা যেত। কালের বিবর্তনে এখন কলেজই নয়, বরং ক্লাস নাইন-টেনের ছাত্র-ছাত্রীদের মাঝেও এসব দেখা যায়।

আর পরবর্তী প্রজন্মে যে কী হবে, তার একটা নমুনা দেখলাম বোধহয় আজকে। এবারে একটি জনস্বার্থমূলক প্রচারণা অবশেষে দেশের ভবিষ্যত নির্ধারিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এক নতুন অধ্যায়। দেশ ও জাতির ভবিষ্যত আপনার হাতে। ভোট দিন সৎ, যোগ্য জনপ্রতিনিধিকে; যার হাত দেশের উন্নয়নে কাজ করবে, দুর্নীতিতে নয়।

এবার বাংলাদেশের ভবিষ্যত....আপনার রায়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.