আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকার সম্পদ - ৩

ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী!

প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ন চলক আমার কাছে মনে হয় 'শিক্ষা', বা, আরো সমষ্টিকভাবে দেখতে চাইলে, মানবসম্পদ উন্নয়ন, যেখানে গণশিক্ষার ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ন। একটা রিসেন্ট উদাহারণই দেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জি. আই. বিলের কারনে আমেরিকার বেবি বুমার জেনারেশন সর্বকালের সর্বশিক্ষিত প্রজন্ম (যদিও ইউরোপ এবং প্যাসিফিক রিম এখন এই রেকর্ড ভাঙ্গার পথে; বেবি বুমারদের তুলনায় আমেরিকার বর্তমান প্রজন্মও কম-শিক্ষিত, যেটা কিনা ইতিহাসে প্রথম ওদেশে)। অন্যান্য কারন থাকলেও আমি মনে করি এই শিক্ষার হার দ্বিতীয় মহাযুদ্ধোত্তর অর্ধশতকে মার্কিন ক্ষমতার একটি বিশাল কারন । শিল্পায়ন না শিক্ষা, কোনটা 'স্টার্টার ক্যাটালিস্ট', উন্নয়নের জন্য, সেটা আমি এখনো নিশ্চিত নই।

তবে শিক্ষা যে শুরু থেকে উন্নয়ন সাইকেলের শেষ পর্যন্ত ভয়ংকর গুরুত্বপূর্ন পর্যায়ের একটি চলক তা নিয়ে আমি মোটামুটি নিশ্চিত। এখানে দক্ষিন কোরিয়ার উদাহারন দেয়া যেতে পারে। দক্ষিন কোরিয়ার রেকর্ড উন্নয়নের গতি নিয়ে অনেকেই মনে হয় কেবল পাঠ্যবইয়ের (এস. এস. সি. ভূগোল বই) সুবাদে হলেও জানেন। ১৯৬০ এর দশকেও কোরিয়া আমাদের মত (বা এর চেয়ে খারাপ) অর্থনৈতিক অবস্থায় ছিল। এবার ওদের 'এডুকেশন বম্ব' এর কাহিনীটা শোনেন: বর্তমানে দক্ষিন কোরিয়া মাথাপিছু পি. এইচ. ডি.-র হিসেবে পৃথিবীতে প্রথম।

কলেজ এডুকেশন হোল্ডারের হার ৩০% ছুঁই ছুঁই এবং ক্রমবর্ধমান, আমেরিকায় বুমার আমলে যা ছিল ৩৫% এরও বেশি, যা এখন হ্রাসমান। দুইয়ে দুইয়ে এবার চার মিলিয়ে নেন। (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.