আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যরাতের তিন পিস সোভিয়েত জোকস্

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১ মস্কো শহরে ট্রামের জন্য অপেক্ষমান দুই ব্যক্তির মধ্যে হাল্কা কথাবার্তা চলছে । এক জন বলল, -- পাউডার ও সরকারের মধ্যে তফাত কি বলতে পারেন? -- না -- পাউডার মুখে মাখে, আর সরকারকে কেউ কোথাও ঠেকাতে চায় না । ট্রাম এসে পড়ল । এবার প্রশ্ন করল দ্বিতীয় ব্যক্তি, -- ট্রাম এবং আপনার মধ্যে পার্থক্য কি বলতে পারেন ? -- না -- ট্রাম এখন চলে যাবে নিজের পথে, আর আপনি যাবেন আমার সঙ্গে কেজিবির অফিসে । -- কিন্তু আমি তো সরকার বলতে আমেরিকান সরকারকে বোঝাতে চেয়েছি ।

-- বাজে কথা রাখুন । যে সরকারকে কোথাও ঠেকাতে ইচ্ছে হয় না তা নির্ঘাৎ আমাদেরটা । ২ কেজিবির এক কর্মীর সঙ্গে দেখা তার প্রতিবেশীর । -- শুভ সন্ধ্যা, বলল প্রতিবেশী -- সন্ধ্যা মানে ? এই ভর দুপুরে বলছেন শুভ সন্ধ্যা ! -- খুবই দুঃখিত । কিন্তু কি করব বলুন ? আপনাকে দেখলেই আমার চারপাশে সব কেমন অন্ধকার হয়ে যায় ।

৩ দুই ব্যক্তির মধ্যে কথোপকথোন : -- শ্রম শিবির নাকি দারুন জায়গা ? লোকজন নাকি খুব ভালো থাকে সেখানে ? -- মনে হয় তা-ই । কারন আমার এক পরিচিত ব্যক্তি এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল । তাই তাকে স্বচক্ষে সেখানকার ব্যাপার স্যাপার দেখানোর জন্য কেজিবি নিয়ে গিয়েছিল। সেই যে গেছে, আজও সে ফেরেনি । মনে হয় খুব পছন্দ হয়েছে শ্রম শিবির ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।