আমাদের কথা খুঁজে নিন

   

তোমার চশমাটা আজো আছে!

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

সেদিন খুব খারাপ ঠেকেছিলো বন্দুকের নলের মুখে তোমাকে ধরে নিয়েছিলো ওরা তোমার বুক কাঁপেনি চশমাটাও নিলে চেহারা জুড়ে হাসি হাসি ভাব কি ঈঙ্গিত দিয়েছিলে সেদিন! মনে হলো এমন একটি দিনের অপেক্ষায় কি শান্ত তোমার মন বিচলিত ছিলেনা একটি মহুর্তের জন্যও কেবল অর্পিতা কাছে ডেকে আদর করেছিলে আর বলেছিলে ফিরে আসবে! কারো সাথে কোন যোগেযোগ নেই ভীষন দুশ্চিন্তাগ্রস্ত মন চারিদকে শুধু লাশের গন্ধ তোমাকে পেলাম চোঁখ বাধাঁ অবস্হায় উপুর করে দেখি বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত তোমার দেহ কুকুর টেনে হিচড়ে উরুর হাতে পায়ের মাংশ ছিড়ে ফেলেছে আমি নির্বাক হয়ে তোমার চোখ থেকে চশমাটা তুলে নিয়ে ছিলাম তোমাকে না বলে যাতে জেগে লাশের মিছিল তোমাকে দেখতে না হয়! তোমার চশমা ৩৭ বছর ধরে যত্ন করে রেখেছি শুধু যুদ্ধাপধারীদের বিচারের আশায়! আমি বিশ্বাস করি তোমার চশমাটা বিশ্বাস করে এ মাটিতেই ওদের বিচার হবে! তুমি মন খারাপ করোনা প্লিজ..!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.