আমাদের কথা খুঁজে নিন

   

@অচেনা সৈকত এবং রাগিব ভাই

"লেখা কম, পড়া বেশি" ব্লগার
এই পোষ্টে আপনারা এ কি শোনালেন? বুয়েটের-ই যদি এ অবস্থা হয় তবে আমাদের(রুয়েট) কি হবে? আমাদের অবস্থা আরবো খারাপ। আমি ম্যাকানিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র। আমাদের লাইব্রেরী তে আমাদের ডিপার্টমেন্টাল সবচেয়ে নতুন বই ১৯৭৭-৭৮ সালের। আমাদের লাইব্রেরীর শিডিউল আরও মারাত্নক। সকাল ৯-১.৩০টা তারপর লাঞ্চ ব্রেক তার পর আবার দুপুর ৩.৩০ থেকে ৫টা।

আর আমাদের ক্লাস টাইম হল ৮-১০.৩০, ১০.৫০-১.২০, ২.৩০-৫.০০। তাহলে বুঝুন কতটা বুদ্ধিমান হলে এত সুন্দর একটা শিডিউল দেওয়া সম্ভব যাতে ছাত্ররা লাইব্রেরী তে যেতে না পারে। !! এছাড়া কয়েক বছর ধরে নতুন লাইব্রেরী ভবন তৈরি হয়ে পড়ে আছে, রং চটে গেছে, তবুও তা চালু হয়নি। এবারে বলি ইন্টারনেটের কথা। এখানে কম্পিউটার সেন্টারে একবারে এক জন ৩০ মিনিট করে বসার সময় পায়।

আর নেটের যে গতি তাতে মনে হয় গরুর গাড়ি দিয়ে ডেটা ট্রান্সফার হচ্ছে। ঔ ৩০ মিনিটে মেইল অ্যাকাউন্টই ওপেন হয় না। এবার বলি ভার্সিটির ওয়েব সাইটের কথা। http://www.ruet.ac.bd ভিজিট করে দেখতে পারেন, মনে হতে পারে কোন অ্যামেচার ওয়েব ডিজাইনার প্র্যাক্টিস করেছে। বছরে এতে একবারই একটি মাত্র পরিবর্তন করা হয়, আর তা হল অ্যাডমিশন টেস্টের রেজাল্টের।

এই পোষ্টটা যেহেতু শিল্প ও উৎপাদন প্রকৌশল নিয়ে, তাই এবারে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইন্জিনীয়ারিং ছাত্রদের কথা বলি। ওরা সব সময় হতাশাগ্রস্ত থাকে। পাশ করে কি করবে সে বিষয়ে তেমন ধারনা নেই। ঐ বিভাগে শিক্ষকও কম(স্যারদের ভাষায় সাড়ে তিন জন)। অচেনা সৈকত তাঁর পোস্টে CAD/CAM শেখার কথা বলেছেন।

ভাইরে আমরা এখনও প্রস্তর যুগে পরে আছি। আমাদের ম্যাকানিক্যাল ইন্জিনীয়ারিং ডিপার্টমেন্টে প্রথম ৩ সেমিস্টার ইন্জিনীয়ারিং ড্রয়িং করতে হয়। ১ম ২ সেমিস্টার পুরা হাতে ড্রয়িং, আর ৩য় সেমিস্টারে ১২টি ক্লাসের ৯টি হাতে আর ৩টি ক্লাসে Auto CAD শেখানো হয়। তার মধ্যে ল্যাব ফাঁকা না থাকার কারনে আমরা একটি ক্লাস করেছি বোর্ডে, একটি কম্পিউটারে আর শেষ দিন সে বিষয়ে পরীক্ষা দিয়েছি। আজ থাক, এভাবে লিখতে গেলে আর শেষ হবে না।

আরও কাহিনী পরে লিখব।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।