আমাদের কথা খুঁজে নিন

   

অতিশয় শিশুসুলভ...

বিমূর্ত এই রাত্রি আমার...

ভয় নেই। কারো আচরণ বা লেখা নয়, এ অধমের এই পোস্টটির কথাই বলছি। আপনাদের [এখন অবশ্য আমারো] এই ব্লগার দুনিয়ায় এখনো আমি ও..য়া, ও..য়া করছি, বয়স মাত্র ৭। ৭ দিন পরে, অনেকটা ভূমিকার মতই এই লেখা। আমি নিতান্তই একজন টেক-মূর্খ মানুষ, মানে প্রাযুক্তিক বিচারে অনেকটাই অনাধুনিক।

এক বন্ধুর কল্যাণে ঠিকানা পেলাম আপনাদের। আর তাই.. এতদিন পরে হঠাৎ করেই ''জাগিয়া উঠিলো প্রাণ''। মুমূর্ষু পরাণ পাখিটা আকু-পাকু করিয়া বহু কথাই শুনাইতে চাহিতেছে। আপাতত তার গলা টিপে ধরি। তবে ছোট করে বলে রাখি, প্রায় ১২ বছর পর মনে হচ্ছে, ভেতর ঘরে ঢুকেছি।

নিজেকে যেন কিছুটা হলেও ফিরে পাচ্ছি। যারা ইতিমধ্যেই আমাকে উৎসাহিত করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আসুন, অন্তত একটা জায়গাতে এক হই [আমার না, সম্ভবত ও পাড়ার ভলতেয়ারের কথা]- ''আপনি যা বলছেন, তা আমি মানছি না, তবে আপনার এই মত প্রকাশের স্বাধীনতার জন্য প্রয়োজনে প্রাণ উৎসর্গ করবো''। সবার জন্য ভালোবাসা। কথা হবে, প্রকাশ চলবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.