আমাদের কথা খুঁজে নিন

   

আমার মায়ের দিকে শকুনের শ্যোন দৃষ্টি এবং সরকার ও রাজনৈতিক দলের ভুমিকা ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

মায়ানমার বঙ্গপোসাগরের আমাদের জল সীমানায় তেল - গ্যাস অনুসন্ধান শুরু করেছে কয়েক দিন আগে । আমাদের বর্তমান হাটুর নিচে বুদ্ধি ওয়ালা সরকার এবং আমাদের রাজনৈতিক দল গুলো ব্যাস্ত নির্বাচন নিয়ে কেউ ক্ষমতায় আসা , কেউ ক্ষমতা থেকে যাওয়ার আবার কেউ কেউ নির্বাচনী চাল চালতে ব্যাস্ত । তাদের আচরন দেখে মনে হচ্ছে দেশের সার্বভৌমত্ব বিলিন হয়ে গেলেও তাদের কোন দায় নাই । ওরা তাদের নিজ নিজ স্বার্থটাকেই বড় করে দেখছে । দেশের স্বার্থের কথা কেউ ভাবছেনা ।

কোন রাজনৈতিক দল থেকে মায়ানমারের এই ঔদ্যত্বপুর্ন আচরনের প্রতিবাদ করেনি । এর বিরুদ্ধে কোন ধরনের কর্মসুচী ও নেয়নি । বিশেষ করে সরকারের আচরন ছিল দুঃখজনক । কয়দিন আগেই যাদের মেহমানদারী করতে করতে গলদগর্ম সেই মায়ানমার আমাদের জলসীমানয় অনুপ্রবেশ এবং তেল গ্যাস অনুসন্ধান করছে আর আমাদের সরকার হাতের আঙুল চুষছে বসে বসে । মিডিয়াতে সরকারের পররাষ্ট্র উপদেস্টা আর সচিবের কথা শুনে মনে হয়েছে ওরা এটা নিয়ে উদ্বিগ্ন নয় ।

কিন্তু দেশের মাটিতে অন্যদের অনুপ্রবেশ আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত । এই অবস্হায় সরকারের উচিত ছিল জাতীয় ঐক্যের ডাক দিয়ে সবাইকে নিয়ে বসে করনীয় ঠিক করা । সরকার তাতো করেইনি সরকার মায়ানমারের বিরুদ্ধে দেশের জনগনকেও সচেতন করেনি । আজ মায়ানমার তাদের জাহাজ সরিয়ে নিয়েছে এতে আমাদের সরকার খুশী ,তারা বলছে সরকারের উদ্যোগের কারনেই এটা হয়েছে । মুলতঃ মায়ানমার তাদের অনুসন্ধান শেষ করে অন্যত্র চলেগেছে অনুসন্ধানে প্রিয় এই দেশটা আমাদের মায়ের মত, মাকে যেমনি ভালোবাসি তেমনি ভালোবাসি দেশকে ।

আমাদের এই ছোট্র দেশমাটার প্রতি বিদেশী শকুনদের শ্যোন দৃষ্টি আমাদের প্রাকৃতিক সম্পদ তেল গ্যাসে কারনে আমাদের এই সম্পদ রক্ষায় আমাদের সরকার আর রাজনৈতিক দল গুলোর ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করা দরকার । আসুন আমাদের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.