আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল এ নিরাপত্তার বাড়াবাড়িতে দর্শকদের বিপত্তি

সুন্দর বাংলাদেশ চাই বিদেশেী প্রত্যাশিত খেলোয়াড় না আসা টিকিটের চড়াদাম এর কারনে এবারের বিপিএল এমনিতেই ভুগছে দর্শক শূণ্যতায়। তারপর আবার নিরাপত্তার নামে চলছে দর্শক ভোগান্তি। খেলা দেখতে আসা দর্শকদের বেশীরভাগের বহনকৃত ব্যাগ তল্লাশি করে মোবাইল ফোনের চার্জার, হেডফোন, পেনড্রাইভ ইত্যাদি ছুড়ে ফেলে দিচ্ছে বাইরে। হতবাক দর্শকদের কোন প্রশ্ন করার আগেই তা চলে যাচ্ছে তারকাটার বেড়িকেড এর ভিতরে। নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্বল্পশিক্ষিত আনসার সদস্যরা ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণ করছে দর্শকদের সাথে।

সমস্যা কোথায়? জিজ্ঞেস করতে একজন আনসার সদসস্য বলল, এগুলো নিয়ে ভেতরে যাওয়া নিষেধ। টিকিটে লেখা আছে। কিন্তু, টিকিট পড়ে কোথাও এমন কোন নির্দেশনা না পেয়ে তাকে দেখালে সে রেগে গিয়ে সড়ে পড়তে বলে। আমি নাছোড়বান্দা হয়ে বললাম, যেহেতু লেখা নাই, সেহেতু আমার চার্জার আর হেডফোন নিয়ে যাবো। এরপর, সে বিসিবির একজন লোককে ডেকে আমাকে দেখালে তিনিও আমার সাথে অনুরুপ আচরণ করলেন এবং আমাকে টিকিট এর উল্টো পিঠে লেখা নির্দেশনা পড়তে বললেন।

আমি বললাম, ঠিক কোন জায়গাটায় লেখা আছে একটু দেখাবেন? আমি তো এটা কয়েকবার পড়েছি। কিন্তু তেমন কিছু তো দেখিনা। বলে টিকিট টা তার সামনে ধরলাম। ভাব দেখে বুঝলাম লোকটাও ইংরেজি পড়তে পারেন না। কিন্তু গোয়ার্তমি খুব ভালো জানেন।

শেষ পর্যন্ত তিনি বললেন, এটা কর্তৃপক্ষের মৌখিক আদেশ। মৌখিক আদেশ তো আর দর্শকদের জানার কথা নয়। তারা তো আপনার মতো এখানে চাকরি করে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।