আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৯

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
বেদনা মোর খাচ্ছে কুঁড়ে বেদনারই বসতভিটা-সে এই যে এ মন আমার গিলছে সদাই মনের ভূবন হচ্ছে সদাই স্বাস্থ্যবান, মন তবে কি শেষ হবার? এমন আপন স্বার্থ তরে বেদনাটা বুদ্ধু বেশ পরগাছা সে আবাস গেলে জীবন যে তার হবেই শেষ। তার সে বোকার কর্মকাজে বেঘোরে এই মনটি মোর বেদনার শেষ খাদ্য হয়ে হারায় যদি জীবন ডোর তখন সত্যি বেদনাটাও কৃষ্ণগুহায় উধাও হবে উধাও তারই উদর মাঝে মনটি যে মোর কোথায় রবে, জানবে যে কে,, খুঁজবে কোথায়, কে দেবে তা বলে আপন মাঝে এমনি করেই শান্তি পাবার ছলে ডোবে বুঝি জীবন তরি জীবন নামের নদে মন বেদনার উদর পূর্তি ই নামায় মৃত্যু খাদে। ৪/১১/০৮ ===================================== ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩ ধূলো ওড়ানো শব্দগুলোঃ০৪ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৫ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৬ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৭ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৮ ========================================= ছবিসূত্র
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।