আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০৩

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০১ ধূলো ওড়ানো শব্দগুলোঃ ০২ ....... কান্না হয়ে আস চোখে , ভাবি -কাঁদতে পারলে কাঁদতাম ঠিকই ঝর্ণার জল পাহাড়ের গায়ে , চোখের জল মোর বয় অন্তরে - একি? যখন তখন মনেতে হাঁট, তাড়াতে পারলে তো তাড়াতাম ঠিকই কিন্তু তোমারে ডাকছে সদাই , মনের জমিনে ধুলোকণা সবই । শুধুই কি ধূলো, জৈব আর বাষ্প কণা গুলো সাগরের ঢেউ, পাহাড়ের সবুজ এবং আঁধার ও আলো লুকিয়ে তোমারেই রেখেছে আড়ালে, আমার ভয়ে নিরবে কুহোরে। ওরা যে বোকা, ওরা কি জানে, আমারে ছাড়া পায় কি তোমারে? ১২/১০/০৮ { ছবি সূত্র }

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।