আমাদের কথা খুঁজে নিন

   

ধূলো জমা কবিতা

ড. আহাম্মেদ শরীফের থিসিস

ডায়রীর মলাটে ঝং ধরেছে , পাতায় জমেছে ভীষন ময়লা কলমের নিবে ধার নেই আগের মত, ছন্দ করে না আর খেলা বয়সের ভারে দেহ ঝুঁকেছে, চোখে মোটা ফ্রেমের চশমা আঁচড়া বিহীন চুলের মাথায়, আসেনা নতুন কোন ভাবনা । রাজপথে আলোর মিছিল, আলো নেই আমার মনে রাতের করাল অন্ধকার হাসে, সূর্য রাঙ্গানো দিনে মেঘহীন সুনীল আকাশ, মেঘ লুকিয়েছে আমার মাঝে চোখের নদীর বাঁধ ভেঙ্গেছে, জল পরে উপচে । অবহেলিত আজ আমি, রঙ্গীন জীবন রঙহীন চড়া দামে স্বপ্ন বিকোয়, আমার স্বপ্নরা মূল্যহীন দ্বিধায় ভুগি কখনও, আদৌ কি বেঁচে আছি বিরামহীন নিঃশ্বাস জানায়, খাঁচা ছাড়েনি প্রান পাখি । কবিতা তোরে খুঁজে যাই, খেলবি কত আর লুকোচুরি ? এদিক ওদিক হাতরে মরি, তোর আভাগা কবি কবিতা তুই আমার ছিলি, যাসনি কখনও ভুলে হারিয়ে গেলে দূর অজানায়, কবির নামটি রাখিস মনে ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।