আমাদের কথা খুঁজে নিন

   

টুকরো টুকরো কথা, আমার পাপারাজ্জি ছবি ও ১০০তম পোস্ট

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
কথোপকথন ১: আমি: বিয়ের পর আমার শার্টের কলারে যদি কোন মেয়ের চুল পাও তাহলে কি করবে? ও: শার্টের কলারে তো মেয়ের চুল থাকতেই পারে তাই না? আমার চুলও তো থাকতে পারে। আমি: তা পারে। কিন্তু যদি বুঝতে পারো যে অন্য মেয়ের চুল? ও: ভাববো রাস্তা দিয়ে যাওয়ার সময় উড়ে এসে পড়েছে। আমি: যদি প্রতিদিন পাও? ও: ভাববো যে ঐ রাস্তা দিয়ে প্রতিদিন যাও। আমি: যদি বলি যে একেকদিন একেক রাস্তা দিয়ে যাই? ও: (আলতো হেসে) তাহলে কিছুটা চিন্তার বিষয় আছে।

কথোপকথন ২: ভাবী ১: ভাবী, নতুন ফ্ল্যাটে আপলোড হচ্ছেন কবে? ভাবী ২: আপলোড তো ব্যাপার না ভাবী, হয়তো আগামী মাসেই উঠে যাবো। কিন্তু স্পেসটা এতো কম, মাত্র ৯০০ গিগাবাইট। আজকের যুগে কেউ ৯০০ গিগাবাইটের ফ্ল্যাট নেয় নাকি? আপনার ভাইকে এতো এতো করে বললাম ১.৫ টেরাবাইটের নিচে নিয়ো না। শুনলো কথা? তা ভাবী আপনার বাড়ির থিম পাল্টানো কতদূর হলো? ভাবী ১: আর থিম! বাড়ির টেম্পোরারী ফাইল পরিষ্কার আর ডিফ্র্যাগমেন্ট করেই কূল পাইনা। দেখি, কবে করা যায়।

ইদানিং আবার দেখলাম ফ্লোরে ব্যাড সেক্টর পড়েছে। মোজাইক ফ্লোর আপা, আর কতোবার লো লেভেল ফরম্যাট দিবো? পুরান বাড়ি হওয়ার কি যে সমস্যা ভাবী। ভাবী ২: পুরান কিন্তু তাও তো নিজের বাড়ি আপা। এ্যাডমিন লেভেলের এ্যাকসেস আর কন্ট্রোল থাকে। আমাদের দেখুন আজ এ পাড়ায় তো কাল ও পাড়ায়, আর কতোবার রিডাইরেক্ট হবো বলুন! আর ভাল লাগছে না।

ভাবছি আমিও গেস্ট এ্যাকাউন্টের এই খোলস থেকে মুক্ত হয়ে একটা এ্যাডমিনেস্ট্রেটর এ্যাকাউন্ট খুলেই ফেলি। ভাবী ১: আপনাদের এনার্জি আছে, আপনারা কোর টু ডুয়ো, আপনারা পারেনও। আমাদের পুরান পেন্টিয়াম ৪ প্রসেসর, ক'দিক সামলাবো? এখনতো মাদারবোর্ডেও জং লেগেছে। ভাবী ২: তা ভাবী শুনেছেন নাকি? কাল রাতে দুই বাড়ি পরের "শাহানা" আপাদের বাড়িতে ভাইরাসে ধরেছিলো? ৩০ ভরি স্বর্ণ নিয়েছে আলমারির ক্র্যাক করে। ভাবী ১: বলেন কি? জানতাম না তো! ভাবী ২: তবে আর বলি কি? পাড়ার এ্যান্টিভাইরাসগুলা রাতে টহল তো দেয়ই না উল্টো ঘুমায়।

আমিতো ভয়েই আছি, কবে জানি আমাদের বাড়িতেও ভাইরাস এসে পরে। তাও একটা ভরসা যে বাড়িতে নিজস্ব এ্যান্টিভাইরাস আছে। ভাবী ২: ওদিকে শুনলাম রহমান সাহেবের ছেলে আর আজিজ সাহেবের মেয়েকে এ্যাড রিকোয়েস্ট পাঠাতে গিয়ে ধরা খেয়েছে। ভাবী ১: তাই! ভাবী ২: হ্যাঁ ভাবী। ছাদে দাঁড়িয়ে রহমান সাহেবের ছেলে আজিজ সাহেবের মেয়েকে Buzz দিচ্ছিলো।

আজিজ সাহেবের মেয়েটাও না আপা, পুরা Opensource। লজ্জাশরমের মাথা খেয়ে এ্যাড রিকোয়েস্ট এ্যাকসেপ্ট করলো। দু'জনের মধ্যে চ্যাটিং আর ফাইল শেয়ারিং শুরু হতে না হতেই পেছন থেকে আজিজ সাহেব হাজির। এই ঘটনা নিজ চোখে দেখে ভদ্রলোকের রেগেমেগে একাকার, কুলিং ফ্যানেরও সাধ্য নেই তাকে শান্ত করে। শেষমেষ ভদ্রলোক মেয়েকে টেনে ছাদ থেকে নিচে নামিয়ে নিয়ে রুমে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখলেন।

ভাবী ১: কি কান্ড! ভাবী ২: আচ্ছা ভাবী, আজ তাহলে লগআউট করি, বাসায় অনেক কাজ। ভাবী ১: ঠিক আছে ভাবী, আমারো এখন অনেক কাজ আছে। রান্নাঘরে সিডি বার্ন করতে হবে। আমার কিছু পাপারাজ্জি ছবি: প্রায়! আবারো প্রায়! চো চুইট! আহালে! যেন কিচ্ছু জানে না! পরিশেষে: সামহোয়্যারের ব্লগাররা বেধোহয় পৃথিবীর সবচেয়ে বেশি সহ্যক্ষমতা সম্পন্ন ব্লগার। নাহলে নাফিস ইফতেখারের মতো কোন ব্লগারের এমনতর বস্তাপঁচা সব পোস্ট দেখেও কি করে চুপ করে বসে থাকতে পারে? অন্ততঃ কিছু জুতার বাড়ি আমার অবশ্যই প্রাপ্য ছিলো।

যেহেতু সেটা এখনো জোটেনি, তাই ৪ মাস ৩ সপ্তাহের আমার ব্লগজীবন খানিকটা হলেও স্বার্থক। আজ আমার শততম পোস্ট। আমার ব্লগার পরিসংখ্যানটা নিচে দিলাম। সবাই দেয়, তাই আমিও দিলাম: ব্লগার পরিসংখ্যান: * পোস্ট করেছেন: ১০০টি * মন্তব্য করেছেন: ৪৩০৯টি * মন্তব্য পেয়েছেন: ৫৫১২টি * ব্লগ লিখেছেন: ৪ মাস ৩ সপ্তাহ * ব্লগটি মোট ৫২৮২২ বার দেখা হয়েছে * ধন্যবাদ ব্লগার নোবেলজয়ীকে আমাকে সামহোয়্যারের সন্ধান দেবার জন্যে ও ব্লগে লেখার ব্যাপারে উৎসাহিত করার জন্যে। * অসংখ্য ধন্যবাদ সামহোয়্যারের সকল ব্লগার ও আমার শুভানুধ্যায়ীদেরকে।

গত ৪ মাস ৩ সপ্তাহে আপনারাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ও প্রেরণা। একটি নাফিস ইফতেখার পরিবেশনা ২০০৮
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.