আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছে হয়ে ছিলি যখন......।

নিজেকে হারিয়ে খুঁজি

কষ্টগুলো কোথাও যেন- সাজানো ছিল কোন সে তাকে, বাঁধাই করা-রাংতা মোড়া- চকমকানো সুখের ফাঁকে। একলাপনায় বেশ তো ছিলাম- সঙ্গী ছিল- নীল জানালার অচিন পুরী, ইচ্ছেগুলোর বাস্তবতার- নাটাই ফাঁদে- মন ছিল এক স্বপ্ন ঘুড়ি। কুয়াশা ছায়ার আড়াল থেকে- হঠাৎ দেখায় -খুঁজে যখন পেলাম তোকে না পাওয়া সব চাওয়া গুলো আসলো কাছে- আবীর মেখে- একে একে। বলবি কি তুই-ইচ্ছে হয়ে ছিলি যখন পানকৌড়ির ডুব ভাবনায়, মগ্ন ছিলি কোন ভূবণে কোন সে গানে দোল রাঙানো মন আঙিনায়? একটি বছর অনেক আশার, কাটছে প্রহর ভালোবাসার। প্রশ্ন তবু- ইচ্ছে যখন ফের হারানো- শীতের পরশ মাখা সাঁঝে, বলবি কি তুই-বাধঁবো তোকে কোন বাঁধনে? বুকে কাঁপন- বিষাদ বাজে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.