আমাদের কথা খুঁজে নিন

   

বিসমিল্লাহ তেই গলদ - আমার নাম ফেরত চাই !

পরিবর্তনের জন্য লেখালেখি

প্রথম আলোর ব্লগ থেকে নিমন্ত্রন পত্রটি পেয়ে গিয়েছিলাম নিবন্ধন করতে । মনে পড়ে গেলো , জন্ম নিবন্ধন করিবার কালে যেই জ্বালা এবং যন্ত্রনা পোহাইতে হইয়াছিলো , কিয়দকাল পরে ভোটার নিবন্ধন করতে গিয়ে শ্বশুরবাড়িতে রীতিমতো ধুন্দুমার লাগিয়া ছিলো , সেই সব কু-স্মৃতি ! জন্ম নিবন্ধনের হ্যাপা দেখে মনে হয়েছিল, " আমি কি তবে জন্মাইনাই !" ভোটার নিবন্ধনের হ্যাপা দেখে মনে হয়েছিলো, " হায়! কি করি! হয় ভোটের অধিকারী না হয় শ্বাশুড়ি -- কৌন সে কৌন ব্যড় কর র‌্যাহ যায়ে গা!!!" কিন্তু , লাইট নাম্বার ওয়ান তো দেখি আরো বড় সমস্যা করিতেছে । লিখলাম ভালোবাসা - বলে ইহা "ব্যবহৃত" ( হইতেই পারে , দিনে রাতে কাতারে কাতারে শত ও হাজারে কত্ত লোকে ভালোবাস!) লিখলাম - " রাগ ইমন " , বলে ইহাও পূর্বেই নিবন্ধিত । কেনু কেনু কেনু !!! কে করিলো এই হেন হীন কর্ম ! [ এই পোস্ট করতে করতে দেখি কাম সারা ] ইয়া হাবিবি !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.