আমাদের কথা খুঁজে নিন

   

মনুষ্য হউন! স্থানভেদে রুপ বদলের আনাড়ী চেষ্টা হাস্যকর!!!

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

জুবায়ের নামে এক ছেলেকে চিনতাম, প্রতি রাতে মদ না হলে বেচারার কি জানি হয় নাই ভাবটা চলে আসতো। জুবায়ের এ দেশে আছে মাত্র ছয় মাস। পড়ালেখা করতে এসেছে ইংল্যান্ডে। কিন্তু ফুল টাইম রেস্টুরেন্টে কাজ করে। কাজ শেষে মদ পান করে রাস্তায় একটু মাতলামি করে।

দু দফা পুলিশের কাছ থেকে ওয়ারনিং পাইছে। তার বন্ধুদের লিস্টে কালোদের সংখ্যাটাই বেশি। তার পোশাক পরার স্টাইলটাও কালোদের মতই। যে জুবায়ের কে দেশে চিনতাম সে তো ছিলো ফুল শার্ট পরা আর নরমাল প্যান্টধারী ভদ্র সুবোধ ছেলে। রাশেদ।

বেচারা এখন বাংলার চাইতে বেশি ইংরেজিটাই বলে। তার পাটনার আবার ইংলিশ কিনা তাই তাকে ইংরেজির চর্চাটাই বেশি করতে হচ্ছে। রাশেদ ইংল্যান্ডে আসে ৩ বছর আগে। কাজ করতো এক বিয়ার বার- এ। পরিচয় হয় এক ইংলিশ মেয়ের সাথে।

সাদা চামড়ার প্রতি আকর্ষনটা বেশি ছিলো বলে রাশেদ নানা ভাবে নিজেকে পরিবর্তনের মাধ্যমে মেয়ের মন পাইলো। মন পাইলেতো আর চলবে না দেহের লোভটা থেকেই যায়। রাশেদ বাসা চেন্জ করলো। মেয়ের সাথে থাকা শুরু হইলো। বাপ মায়ের সাথে যোগাযোগ নাই।

কিছুদিন আগে শুনলাম ধর্ম চেন্জ কইরা নাকি মাইয়ারে বিয়া করবো। ................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................... মনুষ্য হউন! স্থানভেদে রুপ বদলের আনাড়ী চেষ্টা হাস্যকর!!! (চলবে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।